শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ০৩:৪৮ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ৩০ অক্টোবর ২০১৭ ০৩:৪২:৪২ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

সোশ্যাল ইসলামী ব্যাংকে পরিবর্তন, চেয়ারম্যান–এমডির পদত্যাগ

ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদত্যাগ করেছেন। নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। নতুন এমডি হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি কাজী ওসমান আলী। এ ছাড়া নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান এনআরবি গ্লোবাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ। জানা যায়, সোমবার ব্যাংকটির এক সভাতে এসব পরিবর্তন এসেছে। সভায় আগের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও এমডি পদত্যাগ করেছেন। রাজধানীর ওয়েস্টিন হোটেলে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সোমবার এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত হয়। তবে ওই সভাতে ব্যাংকটির চেয়ারম্যান রেজাউল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুল হক, এমডি শহীদ হোসেন উপস্থিত ছিলেন না। এদিকে গত দুই মাসে ব্যাংকটির প্রায় ৪০ শতাংশ শেয়ার ক্রয় করে এসআলম গ্রুপ। নিজের নামে ও বিভিন্ন নতুন নতুন প্রতিষ্ঠানের নামে শেয়ার কেনে গ্রুপটি। এরপর আজ বিশেষ ওই সভায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ও এসআলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে উপস্থিত থাকতে দেখা গেছে।





আরো খবর