শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ০৭:৩৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৮:৫১ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

বাংলাদেশকে ফাইনালে দেখছেন রোডস

মাঝে টানা দুই ম্যাচে হেরে বাংলাদেশ যেন পথ হারিয়ে ফেলেছিল। তবে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে তিন রানের নাটকীয় জয়ে মানসিক ও শারীরিকভাবে ক্রিকেটাররা এখন চাঙ্গা। শিষ্যদের মতো এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্নে বিভোর কোচ স্টিভ রোডসও। এজন্য আজ অলিখিত সেমিফাইনালে রূপ নেয়া পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। শক্তিতে পাকিস্তানকে এগিয়ে রাখলেও মাশরাফিদের ওপর বিশ্বাস রয়েছে কোচের। মঙ্গলবার দুবাইয়ে রোডস বলেন, ‘দল হিসেবে পাকিস্তান বেশ শক্তিশালী। তবে বাংলাদেশও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। মাশরাফিরা নিজেদের সেরাটা দিতে পারলে ফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশই।’ তিনি বলেন, ‘এটা এখন অঘোষিত সেমিফাইনাল। পাকিস্তানের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। তবে নিজেদের সামর্থ্যটা ছেলেরা দেখিয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি আমরাই জিতব এবং ভারতের সঙ্গে ফাইনাল খেলব। ক্রিকেটাররা শারীরিক ও মানসিকভাবে বেশ ছন্দে আছে।’ এদিকে টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তার কারণ নড়বড়ে টপঅর্ডার। দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্তু মোটেই আস্থার প্রতিদান দিতে পারছেন না। প্রতি ম্যাচেই শুরুতে ধস নামায় কঠিন পরিস্থিতিতে পড়তে হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যানদের। পাকিস্তানের বিপক্ষে মহারণের আগে এ প্রসঙ্গে রোডস বলেন, ‘টপ অর্ডার থেকে ভালো শুরু পাওয়া খুব জরুরি। সব কোচই এটা চাইবে। দুর্ভাগ্যজনকভাবে তামিম ছিটকে গেছে। এটা ছিল বড় ধাক্কা। আমরা শান্তকে নিয়েছি তার জায়গায়। সে খুব প্রতিভাবান তরুণ ক্রিকেটার। তবে অবশ্যই এটা (টপ অর্ডারের ব্যর্থতা) উদ্বেগের বিষয়।’ তামিমের বিকল্প হয়ে ওপেনিংয়ে নেমে তিন ম্যাচে যাথাক্রমে ৭, ৭ ও ৬ রান করেছেন শান্ত। প্রথম তিন ম্যাচ ব্যর্থ লিটন আগের ম্যাচে উইকেটে থিতু হয়েও আত্মঘাতী শট খেলে আউট হন। প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি হলে ঘুরে দাঁড়ানো কঠিন বলে ধারণা কোচের। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে দ্রুত উইকেট পড়ার পর মুশফিক-মিঠুনের দারুণ জুটিতে আমরা ফিরেছিলাম, গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বিপর্যয় দারুণ সামাল দিয়েছে ইমরুল-মাহমুদউল্লাহ। এখন টপ অর্ডার থেকে যদি ভালো পারফরম্যান্স পাওয়া যায় দলের জন্য এটা হবে বিরাট কিছু।’ নাজমুল ব্যর্থ হওয়ায় এবং ওয়ানডে ক্যারিয়ারে সৌম্য সরকারের একমাত্র সেঞ্চুরিটি পাকিস্তানের বিপক্ষে থাকায় টিম ম্যানেজমেন্ট আলাদা করে ভাবছে। আফগানিস্তানের বিপক্ষে ইমরুল কায়েস ছয়ে খেললেও পাকিস্তানের বিপক্ষে তাকে ওপেনিংয়ে খেলানোর চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। সৌম্য খেলতে পারেন ছয় বা সাত নম্বরে।





আরো খবর