বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ১১:৪৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১৮ আগস্ট ২০১৮ ০৮:১০:১৭ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

বিপিএলে ফিক্সিং নিয়ে সতর্ক বিসিবি

বিসিবির এক পরিচালক আফসোস করে বললেন, ‘আজ যদি আশরাফুল থাকত, তাহলে আরও একজন সিনিয়র খেলোয়াড় জাতীয় দলে বেশি হতো। সাফল্যও আসত বেশি।’ বিপিএলে মোহাম্মদ আশরাফুল ফিক্সিং করে স্বীকার করায় নিষিদ্ধ হয়েছিলেন পাঁচ বছর। ফিক্সিং রুখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘হোটেলে খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা নজরদারিতে থাকেন। যদি কোনো অচেনা ব্যক্তিকে তাদের সঙ্গে কথা বলতে দেখা যায়, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। খেলোয়াড়রা এ ব্যাপারে সচেতন। তারা এখন জানে পরিণতি কী হতে পারে। বিপিএল চলাকালীন যদি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে বা কেউ কোনো প্রস্তাব দেয়, তারা সঙ্গে সঙ্গে বিসিবির সঙ্গে যোগাযোগ করে।’ তিনি বলেন, ‘সর্বশেষ কয়েকটি আসরে আমাদের দুর্নীতি দমন ইউনিট গ্যালারিতে ঘোরাফেরা করেছে। কয়েকজনকে ধরে আমরা পুলিশেও দিয়েছি। ফিক্সিং নিয়ে এখন আমরা অনেক বেশি সতর্ক।’





আরো খবর