শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ০৩:২৪ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ ০৫:৫৫:২০ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

মাহমুদুল্লাহর ব্যাট হাসলেও সেন্ট কিটসের হার!

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয়বারের মতো হারলো সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। বৃহস্পতিবার সকালে গেইল-মাহমুদুল্লাহর দলকে ৪৭ রানে হারিয়ে টানা তিন জয় তুলে নেয় জ্যামাইকা তালাওয়াস। এদিন, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রস টেইলরের অপরাজিত হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৪ উইকেটে হারিয়ে ১৭৮ রান সংগ্রহ দাঁড় করায় জ্যামাইকা। ৩৫ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৫১ করেন টেইলর। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার কেনার লুইস। ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে সেন্ট কিটসের কোনো ব্যাটসম্যানই বলার মতো স্কোর করতে পারেনি। তবে মন্দের মধ্যেও কিছুটা হলেও উত্তাপ ছড়ান ১৫ বলে এক ছক্কা ও ২ চারের সাহায্যে ২২ রান করা মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ইনিংসের সর্বোচ্চ ২৪ রান আসে গেইলের ব্যাট থেকে। যদিও সেন্ট কিটস অধিনায়কের নামের সাথে তা বেমানান। এই রান করতে বল খেলেন ২৫টি। জ্যামাইকার হয়ে ক্রিসমার সান্তকি, অ্যাডাম জাম্পা ও ইমাদ ওয়াসিম ২টি করে উইকেট নেন।





আরো খবর