মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১, ৭ শাওয়াল, ১৪৪৫ | ০২:৩৫ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮ ০৫:০০:০৮ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

টি-টোয়েন্টিতে ফিরতে আগ্রহী নন মাশরাফি: সুজন

ঢাকা: অবসর ভেঙে টি-টোয়েন্টিতে ফিরতে আগ্রহী নন মাশরাফি বিন মোর্ত্তজা। তবে, তাকে আবারো এই ফরম্যাটে পাওয়ার ব্যাপারে আশাবাদী ক্রিকেট বোর্ড। এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। এদিকে, সম্প্রতি গণমাধ্যম নিয়ে নেতিবাচক মন্তব্য করার পর দুঃখ প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। সুজন বলেন, ‘আমি মাশরাফিকে বলেছি, টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে আসতে। কিন্তু এখন পর্যন্ত মাশরাফি এই বিষয়ে চিন্তা করেছে কি-না, সেই বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। তবে আমি ওকে এই বিষয়টি পজিটিভলি চিন্তা করতে বলেছি। তবে আমার মনে হচ্ছে যে, সে হয়তো খেলবে না।’ শ্রীলঙ্কা সিরিজের ব্যর্থতার কারণে দায়িত্বে থাকার বিষয়ে সুজন বলেন, আমি কোনো সময়েই যেতে চাই না। আমি লড়াই করতে পছন্দ করি। গত শ্রীলঙ্কা সিরিজে আমাদের আশা অনুযায়ী আমরা খেলতে পারি নাই। ওই ফলাফলটা আমাদের কোনভাবে আমরা মেনে নিতে পারি না। তবে ওই সিরিজে আমাদের কিছু প্লেয়ারের সার্ভিসও পায়নি। সুজন অভিযোগ করেন, কিছু বিষয় নিয়ে আমি হতাশ। আমি ১৯৮৩ সাল থেকে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত। আমি চেয়েছি বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। ২০০৬ সালে ক্রিকেটে থেকে অবসর নিই। তারপর থেকে বোর্ডের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত ছিলাম। আমি সব সময়ই সফল হয়েছি তা-না। আমারও ব্যর্থতা রয়েছে। এর আগে গত কয়েকদিন আগেই সংবাদমাধ্যমকে নিয়ে তীর্যক মন্তব্য করেছিলেন সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দুঃখ প্রকাশ করেন সুজন। সাবেক এই অধিনায়কের কথায় সেদিন কষ্ট পেয়েছিল দেশের গণমাধ্যমকর্মীরা। তাই তাদের কাছে ক্ষমাপ্রার্থনাও করেছেন, ‘আসলে সেদিন আমি অনেক কিছুই বলে ফেলেছি। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তবে আমি অবশ্যই ক্ষমাপ্রার্থী।’ আবারও দলে দায়িত্ব নিতে বা বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকতে চাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘পেছনে দরজা দিয়ে আমি পালাতে চাই না। দলের বিপদে আমি সব সময়ই দলের সাথেই আছি।’ এছাড়াও সুজন উইকেট নিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, আমি উইকেটের কোন দোষ দিতে চাই না। প্রতিপক্ষ খেলতে পারলে আমরা খেলতে পারবো না। আমরা তো প্রথম ওয়ানডেতে ভাল শুরু করেছি। তবে সব চেয়ে বড় কথা হলো আমাদের ক্রিকেটারদের আরও পরিশ্রম করতে হবে। আপনি যখন বাইরে খেলতে যাবেন, সেই সময়ে আপনি চাহিদা মতো উইকেট পাবেন না।





আরো খবর