শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ০৭:৫৩ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২০ জানুয়ারী ২০১৮ ০৯:৪২:৫১ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

শাইনপুকুরে মাশরাফি, মোহামেডানে সাকিব

প্রথম বিভাগ ক্রিকেট লিগ-২০১৭ চ্যাম্পিয়ন শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এর সুবাদে আগেই ঢাকা প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে দলটি। এবার প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে কপাল খুলে গেল তাদের। দলে পেলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। আজ হয়েছে প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। এতে অংশ নেয় ১২টি ক্লাব। এর প্রথম রাউন্ডের প্রথমেই খেলোয়াড় ডাকার সুযোগ পায় শাইনপুকুর। সুযোগটি কাজে লাগাতে মোটেও ভুল করেনি দলটি। ঝোপ বুঝেই কোপ মেরেছে তারা। দলে টেনেছে মাশরাফিকে। দ্বিতীয় রাউন্ডে ভিড়িয়েছে রায়হান উদ্দীনকে। তবে আসল চমকটা দেখিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লটারিতে পঞ্চম ডাক পেলেও তারা দলে টেনেছে সাকিব আল হাসানকে। দ্বিতীয় রাউন্ডে ভিড়িয়েছে ইরফান শুক্কুরকে। প্রথম রাউন্ডে দল পাননি তামিম ইকবাল। দ্বিতীয় রাউন্ডে তাকে ভিড়িয়েছে কলাবাগান ক্রীড়াচক্র। প্রথম রাউন্ডে তারা দলে টানে তাইবুর পারভেজকে। প্রথম রাউন্ডে দল পান মুশফিকুর রহিম। তাকে ভিড়িয়েছে সাবেক চ্যাম্পিয়ন লিজেন্ডস অব রূপগঞ্জ। পরের রাউন্ডে তারা দলে নেয় আবদুল মজিদকে। প্রাইম ব্যাংক প্রথমে দলে ভিড়িয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। পরে টেনেছে রিভার্স সুইং তারকা রুবেল হোসেনকে। দুজনই আইকন ক্যাটাগরির খেলোয়াড়। গাজী গ্রুপ ক্রিকেটার্স প্রথমে টেনেছে ইমরুল কায়েসকে। গত বছরের চ্যাম্পিয়নরা দ্বিতীয় রাউন্ডে ভিড়িয়েছে আসিফ আহমেদ রাতুলকে। প্রথমে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ভিড়িয়েছে গত বছরের রানার্সআপ প্রাইম দোলেশ্বর। পরে টেনেছে লিটন কুমার দাসকে। দুজনই আইকন ক্যাটাগরির ক্রিকেটার। নাসির হোসেন ও তাসকিন আহমেদে আস্থা রেখেছে আবাহনী লিমিটেড। তারা প্রথম ডাকে নাসিরকে, পরের রাউন্ডে তাসকিনকে। আইকন ক্যাটাগরি থেকে তারা টেনেছে মেহেদী হাসান মিরাজকে। প্রথম রাউন্ডে নাজমুল ইসলাম অপুকে দলে ভিড়িয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। পরে তারা ভিড়িয়েছে আবু জায়েদ রাহীকে। সুযোগ পেলেও আইকন বা ‘এ’ প্লাস ক্যাটাগরি থেকে কোনো ক্রিকেটার নেয়নি ব্রাদার্স ইউনিয়ন। প্রথম রাউন্ডে তারা নেয় ইয়াসির আলী চৌধুরীকে। পরে ভেড়ায় খালেদ আহমেদকে। গত আসরে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন এনামুল হক বিজয়। প্রথম ডাকে তাকে ভিড়িয়েছে খেলাঘর সমাজকল্যাণ সমিতি। দ্বিতীয় রাউন্ডে তারা দলে ভিড়িয়েছে নূর আলম সাদ্দামকে। এবার প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উঠে এসেছে অগ্রণী ব্যাংক। প্রথম রাউন্ডে তারা দলে ভিড়িয়েছে পেসার আল-আমিন হোসেনকে। পরে টেনেছে ধীমান ঘোষকে। উল্লেখ্য, গত মৌসুম থেকে পাঁচজন করে ক্রিকেটার রেখে দিয়েছে ১০ ক্লাব। আর প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে উঠে আসা দুটি ক্লাব শাইনপুকুর ও অগ্রণী ব্যাংকও পাঁচজন করে ক্রিকেটার নিশ্চিত করে ফেলেছে।





আরো খবর