বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল, ১৪৪৫ | ১২:০১ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮ ০৪:২৬:৫৮ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

এখন স্বাধীনভাবে খেলছি : সাকিব

শ্রীলংকার বিরুদ্ধে ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ পেয়েছে সবচেয়ে বড় জয়। এই জয়ের সবার আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেললো টাইগাররা। প্রথম ম্যাচে মতো দ্বিতীয় ম্যাচেও পেছনে বাংলাদেশের জয়ের পেছনে বড় অবদান রয়েছে সাকিব আল হাসানের। জিম্বাবুয়ের পর শ্রীলংকার বিপক্ষেও ব্যাট আর বলে অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার নিজের পকেটে পুরেছেন সাকিব। খেলা শেষে প্রতিক্রিয়ায় সাকিব আল হাসান নিজের ধারাবাহিক সাফল্যের সরল স্বীকারোক্তি দিলেন। তিনি জানান, কোচ বদল হওয়ার কারণে খেলার পরিকল্পনা বদলে গেছে। এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলছি বলেই এমন সাফল্য এসেছে। বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, দলে খেলোয়াড়দের মধ্যে ভাল করার এক ধরনের প্রতিযোগিতা আছে জানিয়েছে সাকিব বলেন, তামিম ১১ হাজার রান করেছে, আমি ১০ হাজার করেছি, মুশফিক ভাইও কাছাকাছি আছেন। এটা দলের জন্য ভাল প্রতিযোগিতা। উল্লেখ্য, আজ ১৬৩ রানে সাবেক গুরুর দলকে হারিয়েছে টাইগাররা। এটিই ওয়ানডেতে রেকর্ড ব্যবধানে জয়। সাকিব-তামিমদের দেয়া ৩২১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫৭ রানে গুটিয়ে গেছে হাথুরুসিংহের শিষ্যরা। ব্যাটের পর বল হাতেও লংকানদের হন্তারক ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪৭ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন তিনি। এরমধ্যে দুটি উইকেট নিয়েছে পরপর দুই বলে।





আরো খবর