শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ০৯:০৮ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭ ০১:১৪:১০ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

র‌্যাঙ্কিংয়ে রোহিতের উন্নীতি, সাকিব দুই নম্বরেই

ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির পুরস্কার হাতেনাতে পেলেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে অতিমানবীয় ডাবল সেঞ্চুরির ফলে ওয়ানডের ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পাঁচে ওঠে এসেছেন এই ভারতীয় ওপেনার। এদিকে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান দুই নম্বরেই রয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন রোহিত। পিছিয়ে পড়েও বিরাট কোহলিকে ছাড়া সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া। ২০১৬ সালে ক্যারিয়ার-সেরা র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছিলেন রোহিত; সেবার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২০৮ রানের অনবদ্য ইনিংস খেলার পর ৮২৫ পয়েন্ট পান রোহিত। তবে তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় সেটি কমে ৮১৬-তে নেমেছে। সর্বোচ্চ ৩৫২ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন মোহাম্মদ হাফিজ। তবে খুব একটা পিছিয়ে নেই সাকিব। বাংলাদেশি অলরাউন্ডার ৩৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছেন। ভারতের বিপক্ষে দারুণ নৈপুণ্য উপহার দিয়ে দুই ধাপ এগিয়ে তিনে ওঠে আসা শ্রীলঙ্কান তারকা অ্যাঞ্জেলো ম্যাথুজের রেটিং পয়েন্ট ৩২১। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে মোহাম্মদ হাফিজ আইসিসির আতশি কাচের নিচে থাকায় আসন্ন ত্রিদেশীয় সিরিজেই শীর্ষস্থান পুনর্দখলের সুযোগ পাচ্ছেন সাকিব। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে রোহিতের ওপেনিং পার্টনার শিখর ধাওয়ান এক ধাপ এগিয়ে ১৪ নম্বরে ওঠে এসেছেন। শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে থাকলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন বিরাট কোহলি। তবে কোহলি (৮৭৬) এবং এবি ডি ভিলিয়ার্সের (৮৭২) মধ্যে খুব একটা ব্যবধান নেই। বোলিংয়ে বেশ উন্নতি করেছেন যোবেন্দ্র চাহাল। ভারতীয় স্পিনার ২৩ ধাপ এগিয়ে ২৮ নম্বরে ওঠে এসেছেন। ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব ১৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার-সেরা ৫৬ নম্বরে ওঠে এসেছেন। অন্যদিকে হার্দিক পান্ডিয়া ১০ ধাপ এগিয়ে শীর্ষ ৫০-এ জায়গা করে নিয়েছেন; তিনি রয়েছেন ৪৫ নম্বরে। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে উপুল থারাঙ্গা ১৫ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে ওঠে এসেছেন। অন্যদিকে আরেক লঙ্কান তারকা নিরোশান দিকভেলা সাত ধাপ এগিয়ে ৩৭ নম্বরে জায়গা করে নিয়েছেন। শ্রীলঙ্কান পেসার সুরঙ্গা লাকমল ১৪ ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২২ নম্বরে জায়গা করে নিয়েছেন।





আরো খবর