শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ০২:১০ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭ ০১:০১:৫৮ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

যে কারণে টি-১০ ক্রিকেটে খেলছেন না মুস্তাফিজ

ঢাকা: ইংল্যান্ডে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে গিয়ে গত বছর চোটে আক্রান্ত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কাঁধের এই চোটের কারণে অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছিল তাকে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের দলে ফিরলেও এ বছর দক্ষিণ আফ্রিকায় আবার চোটে পড়েছিলেন এই বাঁহাতি পেসার। যে কারণে বিপিএলে শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। তাই কাটার-মাস্টারকে নিয়ে খুবই সতর্ক বিসিবি। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টেন ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হয়নি তাকে। আরব আমিরাতে টি-টেন ক্রিকেট মুস্তাফিজকে দলে নিয়েছিল বেঙ্গল টাইগার্স। বিসিবির অনুমতি না পাওয়ায় ক্রিকেটের নতুন ভার্সনের শুরুতে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। অবশ্য এই আসরে খেলছেন আরো দুই বাংলাদেশি ক্রিকেটার, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ১০ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্টে তামিম পাখতুন দলে এবং সাকিব কেরালা কিংসে। আসরে অংশ নিতে এরই মধ্যে আরব আমিরাতে গিয়েছেন সাকিব। আর তামিমের যাওয়ার কথা আজ সন্ধ্যায়। এই টুর্নামেন্টে খেলছেন বীরেন্দর শেবাগ, শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, মিসবাহ-উল-হক ও এউইন মরগানদের মতো খেলোয়াড়রা। ক্রিকেটের নতুন ভার্সনের প্রতিটি ইনিংস হবে ১০ ওভারে। তাই মোট দৈর্ঘ্য নেমে আসবে ফুটবল ম্যাচের সমান—৯০ মিনিট। ছয়টি দল এই আসরে অংশ নিচ্ছে। দলগুলো হলো- মারাঠা অ্যারাবিয়ানস, কেরালা কিংস, পাখতুন, পাঞ্জাবি লিজেন্ডস, টিম শ্রীলঙ্কা ও বেঙ্গল টাইগার্স। মুস্তাফিজকে নিয়ে সেরা কম্বিনেশনে আশাবাদী রাজশাহী ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে রাজশাহী কিংসের হয়ে আগামী ২৫ নভেম্বরের মধ্যে মাঠে নামতে পারেন মুস্তাফিজ। এ তথ্য জানিয়েছেন দলটির কোচ সরোয়ার ইমরান। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে গোড়ালির ইনজুরিতে পড়া মুস্তাফিজুর রহমানের পুনর্বাসন চলছে কয়েকদিন থেকে। বিসিবি একাডেমি মাঠে হালকা রানিং করেছেন বাঁহাতি এ পেসার। আগামী সপ্তাহেই বোলিং শুরু করতে পারেন মুস্তাফিজ। পায়ের ফোলাও কমে গেছে। রাজশাহী দলে নিজের সতীর্থদের সঙ্গেও সময় কাটিয়েছেন তিনি। টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে আছে রাজশাহী। মুস্তাফিজ না থাকায় রাজশাহীর বোলিং আক্রমণে বড় প্রভাব পড়ছে। এ তরুণ পেসার ফিরলে দলের চেহারা পরিবর্তন হয়ে যাবে বলে আশাবাদী কোচ সরোয়ার ইমরান। তিনি বলেছেন, ‍‍‌মুস্তাফিজের বিকল্প নাই। বাংলাদেশেও নাই, বাইরেও নাই। মুস্তাফিজ না থাকাটা বিরাট প্রভাব ফেলেছে। ফিজিও’র কথা অনুযায়ী মুস্তাফিজ হয়ত ২৫ তারিখের (নভেম্বর) মধ্যেই ফিরবে। তখন দলের চেহারা অন্যরকম থাকবে।’ বিসিবির ক্লিয়ারেন্স পেলেই বিপিএলে রাজশাহীর হয়ে খেলবেন মুস্তাফিজ। সরোয়ার ইমরান বলেন, ‘বিসিবি ক্লিয়ারেন্স দিলেই খেলবে। এর মধ্যে ও অনুশীলন করবে। এখন জগিং করছে। কয়েকদিন পর বোলিং করবে আস্তে আস্তে। এরপর যদি মনে হয় ফিট তখন মুস্তাফিজ খেলবে।’ বিপিএলে এবারো শুরুটা ভালো হয়নি ড্যারেন স্যামির দলের। গত আসরে প্রথম পাঁচ ম্যাচের চারটা হেরেছিল রানার্সআপ হওয়া দলটি। পঞ্চম আসরেও দুই ম্যাচ হেরে বসেছে রাজশাহী। গতকাল বিসিবি একাডেমি মাঠে প্রায় ঘণ্টা তিনেক অনুশীলন করেছে দলটি। অনুশীলনে কঠোর পরিশ্রম করেছেন ক্রিকেটাররা। আগামীকাল মিরপুরে রংপুর রাইডার্সের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে রাজশাহী। এ ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর আশা করছেন দলটির কোচ। সরোয়ার ইমরান বলেন, ‘এটা ঠিক যে দুইটা ম্যাচ হেরে আমরা মোটামুটি পিছিয়ে আছি। আমি মনে করি যে, আমাদের খেলতে হবে ১২টা ম্যাচ। ওইভাবেই দেখছি। একটা একটা করে ম্যাচ খেলছি। আমার মনে হয় আমরা পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াব। আসলে সুপার ফোরে খেলতে হলে অন্তত ছয়টা ম্যাচ জিততে হবে। সাতটা জিতলে নিশ্চিত। আমরা ওই চিন্তাতেই আছি। এখনো আমাদের ১০টা ম্যাচ আছে। আমরা বেশিরভাগ ম্যাচ জিততে চাই।’ দলের সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়ার চেষ্টায় আছে রাজশাহী। সরোয়ার ইমরান বলেন, গতবার চারটা বিদেশি ছিল, এবার পাঁচটা। তাই সব দলই শক্তিশালী। ওই কারণে আমাদের কম্বিনেশনে একটু সমস্যা ছিল। আশা করছি সামনে কম্বিনেশন ঠিক হবে।’ রংপুরের বিরুদ্ধে সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামার আশা করছেন কোচ সরোয়ার ইমরান। তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের একটু কম্বিনেশনের ঘাটতি ছিল। আশা করি আগামী ম্যাচে কম্বিনেশনটা ঠিক করে ফেলব।





আরো খবর