শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ১০:১৫ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০১৭ ০৫:৫০:৫৩ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

পরাজয় নিয়েই বিদায় রাজশাহীর

ঢাকা: বর্তমান রানার আপ, এই তকমাটা নিয়েই এবারের বিপিএল যাত্রা শুরু রাজশাহী কিংসের। টুর্নামেন্ট শুরুর কয়েক ম্যাচ পরই শিরোপার স্বপ্নটা উবে যায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দলটির। হার দিয়ে শুরু করে হারেই টুর্নামেন্ট শেষ করলেন মুশফিক-মুমিনুলরা। ১২ ম্যাচের আটিটতে হেরে ব্যর্থতার বৃত্ত পূরণ করে ছাড়ল রাজশাহী কিংস। নিজেদের শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৪৫ রানে হেরে গেল রাজশাহী। প্রথমে ব্যাটিং করে মাত্র ২ উইকেটে হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছিল চিটাগং কিংস। জবাবে ১৪৯ রানেই শেষ হয় রাজশাহীর ইনিংস। বড় রানের লক্ষ্যে খেলতে নেমে এই ম্যাচেও ভালো শুরু পায়নি রাজশাহী। পুরো আসরে সুপার ফ্লপ রনি তালুকদার আউট হন মাত্র ৬ রান করে। মুমিনুল হক আজ করেন ৯ রান। দুই ওপেনার ফিরলেও আজ মিরপুরে দর্শকদের দারুণভাবে বিনোদিত করেন সামিত প্যাটেল। চার-ছয়ের ঝড়ে মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই ইংলিশ অলরাউন্ডার। শেষ পর্যন্ত ২৬ বলে ৬২ রান করে আউট হন তিনি। প্যাটেল ব্যাট হাতে রান পেলেও শেষ ম্যাচেও ভালো ব্যাটিং করতে পারেননি অধিনায়ক মুশফিকুর রহিম। ১৫ বলে ১৫ রান করেন মুশি। দলের বাকি ব্যাটসম্যানরাও ব্যর্থতার মিছিলে শামিল হলে ২০ ওভারে ১৪৯ রানেই শেষ হয় রাজশাহীর ইনিংস। বাকিদের মধ্যে জেমস ফ্রাঙ্কলিন ১৭, জাকির ১৭, মিরাজ ৬ রান করেন। টস হেরে প্রথমে ব্যাটিং করে দুই উইকেটে ১৯৪ রান তুলেছে লুক রঞ্চির দল। টস হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু হয়েছিল ভাইকিংসদের। লুক রঞ্চি ও লুস রিস মিলে যোগ করেন ৬৯ রান। ৩০ বলে ৪২ রান করে আউট হন রঞ্চি। এবারের আসরে মোট ৩২১ রান করলেন এই ব্যাটসম্যান। যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। ৩৩৭ রান করে প্রথম নামটি রংপুর রাইডার্সের রবি বোপারার। সতীর্থরা রান পেলেও বাজে পারফরম্যান্স অব্যাহত রাখলেন সৌম্য সরকার। আজ ১৬ বলে মাত্র ১৭ রান করেন তিনি। এরপর বাকি সময়টুকু লুসি রিস ও সিকান্দার রাজার। ৫৫ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন লুইস রিস। অন্য প্রান্তে ২০ বলে ৪২ রান করেন সিকান্দার রাজা। শেষ পর্যন্ত ২ উইকেটে ১৯৪ রান করে চিটাগং ভাইকিংস। রাজশাহীর দুটি উইকেটই নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। শীর্ষনিউজ২৪ডটকম/এইচএস





আরো খবর