শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ১০:৩৮ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৯ নভেম্বর ২০১৭ ০৪:২০:০৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

হাজারী ক্লাবে বিজয়

ঢাকা: বিপিএল টি-টোয়েন্টিতে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন চিটাগং ভাইকিংসের এনামুল হক বিজয়। পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিপিএলে এক হাজারী ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। খুলনার বিপক্ষে ম্যাচে শুক্রবার ৩৮ রান দূরে থেকে মাঠে নেমে তা পূর্ণ করেন। ম্যাচে করেন ৬২ রান। ১২৩৫ রান করে বিপিএলে সর্বোচ্চ সংগ্রাহক মুশফিকুর রহিম। ১১৭৩ রান নিয়ে এরপরই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তালিকার তৃতীয়স্থানে থাকা সাকিব আল হাসানের রান ১০৩৩। এছাড়া তামিম ইকবাল করেছেন ১০৩০ রান। এখন ১০২৪ রান নিয়ে তারপরই জায়গা করে নিলেন বিজয়। হাজারী ক্লাবে নাম লেখাতে বিজয় ৫৪ ম্যাচের ৪৯ ইনিংসে খেলেছেন। বিপিএল ক্যারিয়ারে ৫টি অর্ধশতকের ইনিংস রয়েছে তার। এদিকে হাজারি ক্লাবে প্রবেশের দিন আরো একটি অর্জন যুক্ত হয়েছে এই ক্রিকেটারের নামের পাশে। ৪৭ বলে ৬২ রানের ইনিংস খেলার পথে তিনটি ছক্কা হাঁকান বিজয়।





আরো খবর