শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ০৩:৩৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮ ০৯:৫৫:৫৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

ড. কামালের সঙ্গে বৈঠকে বসেছেন কাদের সিদ্দিকী

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘জাতীয় ঐক্য’ গড়তে তোড়জোড় শুরু হয়েছে রাজনৈতিক বিভিন্ন দলগুলোর মধ্যে। দুদিন আগে যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা এ নিয়ে বৈঠকও করেছেন। কিন্তু সেই বৈঠকে ছিলেন না কৃষক শ্রমিক জনতা লীগ। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে মতিঝিলে গণফোরামের কার্যালয়ে দলটির সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকী বৈঠকে বসেন। বেলা ১১টার দিকে ড. কামাল হোসেনের চেম্বারে যান কাদের সিদ্দিকী। এসময় তার সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ কয়েকজন। তবে কি নিয়ে এই বৈঠক তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে ‘জাতীয় ঐক্য গড়ার বিষয়েই আলোচনা হচ্ছে। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে বেইলি রোডে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাসায় জাতীয় ঐক্য গড়তে যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন এবং যুক্তফ্রন্টের তিন দল বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ। এছাড়াও ছিলেন বিএনপির বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় সমন্বয়ের দায়িত্বে থাকা ডা. জাফরুল্লাহ।





আরো খবর