বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০১:৩৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮ ১২:৪৬:০০ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

নির্বাচনকালীন সরকারের বিষয়ে আমার বক্তব্য নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, নির্বাচনকালীন সরকার কিংবা সহায়ক সরকার বিষয়টি রাজনৈতিক। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। সোমবার সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, আশা করা যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচেনে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। এ নির্বাচনের জন্য আগামী অক্টোবরে বিভিন্ন কার্যক্রম শুরু হবে। নুরুল হুদা বলেন, জনসংখ্যা বৃদ্ধি, ছিটমহল, নদীভাঙন, প্রশাসনিক জটিলতাসহ বিভিন্ন কারণে আগামী নির্বাচনে দেশের ৫০-৭০ আসনের সীমানা পুনর্বিন্যাস হতে পারে। এর মধ্যে এই কার্যক্রম শুরু হয়েছে। এক প্রশ্নের উত্তরে সিইসি বলেন, নির্বাচনকালীন সরকার কিংবা সহায়ক সরকার বিষয়টি রাজনৈতিক। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। সিইসি পরে সাতক্ষীরাসহ জেলার কয়েকটি সার্ভার স্টেশন পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা নির্বাচন অফিসার মো. মাজহার হোসেনসহ আরও অনেকে।





আরো খবর