বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০৮:০২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ০৪ ডিসেম্বর ২০১৭ ০৩:৫১:৫২ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

রাজনীতি নয়, বোনের পাশে থেকেই মানুষের সেবা করবো: সোহেল তাজ

গাজীপুর: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, তবে এই মূহুর্তে রাজনীতি নয়, বোনের পাশে থেকেই মানুষের সেবা করে যাবো। আমি মানুষের মাঝে আছি, মানুষের মাঝেই থাকবো। কাপাসিয়ার মানুষ সবসময়ই কাছে পাবে আমাকে। আমি আমার মায়ের নামে করা মা ও শিশু হাসপাতাল বাস্তবায়নের জন্য এসেছি। নতুন প্রজন্মের কাছে আমার একটি মাত্র চাহিদা। আমাদের নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে সেই অনুযায়ী বাংলাদেশ এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারে। তারা যেন সেই নীতি ও আদর্শ বুকে ধারণ করে প্রত্যেকটা পদক্ষেপ নেয়। তিনি সোমবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে ‘সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু স্বাস্থ্য কার্ড’ বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত বক্তব্য রাখেন। সোহেল তাজ আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সহ দেশ, জাতি ও সমাজের জন্য আমার পিতা তাজউদ্দীন আহমদ ও মা সৈয়দা জোহরা তাজউদ্দীনের অনেক অবদান রয়েছে। আমার পরিবার এলাকার গরীব, দুঃখী মানুষের ভাগ্যোন্নয়নের জন্য চেষ্টা করে চলেছে। আমি যতদিন প্রতিনিধি ছিলাম, আমিও আপ্রাণ চেষ্টা করেছি। বর্তমানে আমার বড়বোন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এলাকার সার্বিক উন্নয়নে যথেষ্ট চেষ্টা করছে। আগামীতে বড়বোনের পাশে থেকে এলাকার জন্য কাজ করবো।





আরো খবর