শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ০১:৪৯ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮ ০২:৩৮:৪২ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবেন ড. কামালসহ ঐক্যফ্রন্টের ১৬ জন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সংলাপে অংশ নেবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্য। রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শেষে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদকিদের এ তথ্য দেন জানান ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। এর আগে, একই স্থানে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে কারা থাকবেন সেই প্রতিনিধি দল নির্ধারণে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ উপস্থিতি ছিলেন। জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবারের সংলাপে জোটের ৭ দফা দাবি ও ১১ লক্ষ্যের ভিত্তিতে আলোচনা করার সিদ্ধান্ত হয়।





আরো খবর