শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ০৪:১৮ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮ ০৬:২৯:৩৭ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

মগড়া নদীতে ভেসে গেল ২ শিশু

নেত্রকোনার মদন উপজেলার মগড়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে মদন উপজেলার বাগজান গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত নিখোঁজ শিশুদের পাওয়া যায়নি। তবে শিশুদের সন্ধানে ডুবুরি কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মদন উপজেলার বাগজান গ্রামের সেলিম মিয়ার মেয়ে হিরা মনি (১০), শাহজাহানের মেয়ে লিজা আক্তার (১২) ও রহমত মিয়ার মেয়ে রোকসানা আক্তারসহ তিনজন বাড়ির পেছনের মগড়া নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে হিরা মনি নদীতে পড়ে যায়। হিরা মনিকে বাঁচাতে লিজা আক্তার ছুটে গেলে ইঞ্জিনচালিত ট্রলারের ঢেউয়ে নদীর স্রোতে দুইজনই ভেসে যায়। এ সময় নদীর পাড়ে থাকা শিশু রোকসানা আক্তার দৌড়ে গিয়ে বাড়িতে বিষয়টি জানালে লোকজন এসে তাদের খুঁজে পায়নি। এরপর থেকেই হিরা মনি ও লিজা আক্তার নিখোঁজ রয়েছে। খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান, ওসি মো. রমিজুল হক, ইউপি চেয়ারম্যান মো. ফকর উদ্দিন আহমেদ ঘটনাস্থলে যান। নিখোঁজ দুই শিশুর পরিবারকে সান্তনা দেন। সকাল ১০টার দিকে মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক, ওই শিশুদের উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবুরি এসেছে এবং খোঁজাখুঁজি করছে





আরো খবর