বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০৭:২১ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ ১১:৩৮:৪৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

গণতন্ত্র ফিরিয়ে আনতেই জাতীয় ঐক্য গঠন: ফখরুল

গণতন্ত্র ফিরিয়ে আনতেই জাতীয় ঐক্য গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল ও খোঁচাবাড়িহাটসহ বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন এবং সনাতন হিন্দু সম্প্রদায়ের অনুসারীদের শারদীয় শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন এসময় মির্জা ফখরুল বলেন, দূর্গা পূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়সহ আপামর জনসাধারণকে এই প্রার্থনার আবেদন জানান যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন মুক্তি পান, দেশে যেন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, জগতের সমস্ত অন্যায় অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে যেমন দেবী দুর্গা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করছেন এবং অসুরকে বধ করেছেন তেমনিভাবে বাংলাদেশের সকল অন্যায় অত্যাচার যেনো পরাজিত হয় এবং শুভ বুদ্ধির ও সত্যের যেন জয় হয় । তিনি খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশের সনাতন ধর্মাবলম্বী সকল মানুষকে দূর্গাপূজার শুভেচ্ছা জানান। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





আরো খবর