বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০৯:৩২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ ০৮:২১:৩৬ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

দুর্নীতির অভিযোগে তিতাসের ৫ কর্মকর্তা বরখাস্ত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঁচ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার সকালে এ তথ্য জানা গেছে। বরখাস্তের কারণ হিসেবে জানানো হয়েছে, সোস্যাল সিকিউরিটি ফান্ড একটি বিশেষ ব্যাংকে রেখে অনিয়ম করায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর তিতাসের এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে দুদক চিঠি পাঠিয়েছে। যে পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে তারা হলেন-তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মসিউর রহমান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের উপমহাব্যবস্থাপক এস এম আবদুল ওয়াদুদ, আবিডি নারায়ণগঞ্জ শাখার মহাব্যবস্থাপক শফিকুর রহমান, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক শাহজাদা ফরাজী ও সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানী।





আরো খবর