বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০৪:৩৯ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৭:২৪:৫৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

শান্তিরক্ষায় বরাদ্দ কাটছাঁটে বিরোধপূর্ণ অঞ্চলে খারাপ প্রভাব পড়বে: প্রধানমন্ত্রী

বিশ্বনেতাদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বরাদ্দ কমালে বিশ্বের বিরোধপূর্ণ অঞ্চলগুলোতে শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বলেন, আমরা কঙ্গোতে প্রথম নারী হেলিকপ্টার পাইলট পাঠিয়েছি। এটি আমাদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। শান্তি মিশনে যৌন হয়রানির ক্ষেত্রে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির কথাও বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে খরচ ও কর্মীর সংখ্যা কমালে তা শান্তি মিশনের কাজে মারাত্মক প্রভাব ফেলবে। শান্তিরক্ষায় সামনের সারিতে যারা কাজ করছে, তাদের উদ্বেগের বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে শুনতে হবে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের দিক দিয়ে বাংলাদেশ রয়েছে সামনের সারিতে। বর্তমানে বাংলাদেশের সাত হাজার ৬৭ জন জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ১৬৬ জন নারী রয়েছেন। ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৫০ বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সরকার জাতিসংঘ ও শান্তি মিশনের জন্য বরাদ্দ কমিয়ে আনার পথে হাঁটছে। গত বছর যুক্তরাষ্ট্র শান্তিরক্ষা মিশনের মোট বাজেটের ২৮ দশমিক ৫ শতাংশ দিতে রাজি হলেও ডিসেম্বরে তা ২৮ কোটি ৫০ লাখ ডলার কমানোর ঘোষণা দেয়। প্রেসিডেন্ট ট্রাম্প গত মঙ্গলবারও জাতিসংঘে তার বক্তৃতায় বলেছেন, শান্তি মিশনের মোট বাজেটের ২৫ শতাংশের বেশি তার দেশ দিতে রাজি নয়। কিন্তু যেসব দেশ শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বেশি অবদান রাখছে, তাদের কথাতেও যে নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের সচিবালয়ের আস্থা রাখা উচিত- সে বিষয়টি বিশ্বনেতাদের মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্যোগে অ্যাকশন ফর পিস কিপিং শীর্ষক বৈঠকে শান্তি মিশনের গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, শান্তিরক্ষা কার্যক্রম বিশ্বের মানুষের মঙ্গলের জন্য। সুতরাং এ কার্যক্রমের মর্যাদা রক্ষায় অবশ্যই ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, বহু মানুষের জীবনে জাতিসংঘের এই শান্তিরক্ষা কার্যক্রম আশার আলোকবর্তিকা; তাই এটিকে আমাদের অবশ্যই সম্মান জানাতে হবে। প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষীদের এমন সব জায়গায় পাঠানো হয়, যেখানে অশান্তি বিরাজ করছে। সেখানে তাদের নানা ধরনের অরাজকতা ও হুমকির মোকাবেলা করতে হয়। অন্যান্য দেশের বিভিন্ন মানের সেনাসদস্যরা শান্তিরক্ষা মিশনে পাশাপাশি কাজ করছেন। এসব বিষয় শান্তিরক্ষা কার্যক্রমকে কঠিন ও বিপজ্জনক করে তোলে। 'এ কারণে শান্তিরক্ষীদের স্পষ্ট নির্দেশনা দিতে হবে। আর সেই দায়িত্ব পালনে তাদের যথেষ্ট কর্তৃত্ব এবং আধুনিক সরঞ্জামে সজ্জিত করতে হবে। মোতায়েনের ক্ষেত্রে তাদের দক্ষতা ও আন্তরিকতা বিবেচনায় নিতে হবে। তাদের নিরাপত্তা অবশ্যই বাড়াতে হবে,' বলেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব নেয়ার পর আন্তোনিও গুতেরেস শান্তি মিশনে শান্তিরক্ষীদের প্রাণহানির উচ্চ হার দেখে উদ্বেগ প্রকাশ করে অ্যাকশন ফর পিস কিপিং (এফোরপি) নামে এ উদ্যোগ নেন। শান্তি মিশনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জাতিসংঘের এ কার্যক্রমকে আরও বেশি কার্যকর করতে সদস্য রাষ্ট্র, নিরাপত্তা পরিষদ, মিশনে অংশগ্রহণকারী দেশ ও দাতা সংস্থাগুলোকে নিয়ে একযোগে কাজ করাই এ উদ্যোগের লক্ষ্য। এফোরপি জাতিসংঘ শান্তিরক্ষীদের তাদের কাজের জন্য আরও উপযুক্ত করে তুলবে- এ প্রত্যাশা জানিয়ে শেখ হাসিনা বলেন, শান্তি মিশনের কার্যক্রম এগিয়ে নিতে সদস্য দেশগুলোকে তাদের যৌথ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে যথাযথভাবে। আর অর্পিত দায়িত্ব পালনে বাংলাদেশ সবসময়ই প্রস্তুত। এ বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে শান্তিরক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার দেয়ার বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, শান্তি রক্ষায় জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে বাংলাদেশ কখনও ব্যর্থ হয়নি। বঙ্গবন্ধুকন্যা বলেন, শান্তিরক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অনেক শান্তিরক্ষীকে প্রাণ দিতে হয়েছে। তবু দায়িত্ব পালনে আমরা কখনও পিছপা হইনি। এখন আমরা যথাসম্ভব স্বল্পতম সময়ে আমাদের শান্তিরক্ষী মোতায়েন করতে পারি। যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির দ্রুত মোকাবেলা করার মতো প্রশিক্ষণ তাদের দেয়া হয়। যেখানে তারা যায়, মানুষের হৃদয় ও মন জয় করতেই তারা কাজ করে। নিজেদের নিরাপদ রাখার সক্ষমতা শান্তিরক্ষীদের থাকতে হবে জানিয়ে বৈঠকে শেখ হাসিনা বলেন, প্রয়োজনে বেসামরিক নাগরিকদের রক্ষা করার কাজটি তাদের করতে হবে। এ বিষয়টি মাথায় রেখে মালিতে শান্তিরক্ষীদের সুরক্ষায় মাইন প্রতিরোধক যানবাহন সরবরাহ করার কথা তুলে ধরেন শেখ হাসিনা। ব্যক্তিগত আগ্রহে শান্তিরক্ষা মিশনে নারী সদস্যের সংখ্যা বৃদ্ধি করার কথাও তিনি বলেন।





আরো খবর