শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ১০:২০ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৩১:৫১ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

৪ লাখ অবৈধ আগ্নেয়াস্ত্রের খোঁজে পুলিশ

সারা দেশে ৫ শতাধিক অবৈধ অস্ত্র ব্যবসায়ী রয়েছে। আর অবৈধ আগ্নেয়াস্ত্র আছে ৪ লাখেরও বেশি। তাছাড়া দেশের বিভিন্ন স্থানে মজুদ করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। সামনের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে। তাছাড়া বৈধ অস্ত্রেরও হতে পারে অবৈধ ব্যবহার। সম্প্রতি একাধিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এ আশঙ্কা করা হয়েছে। পুলিশ সদর দফতরের নির্দেশে সারা দেশে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে শুরু হয়েছে বিশেষ অভিযান। ১ সেপ্টেম্বর থেকে শুরু এ অভিযানে প্রথম ১৮ দিনে ৪৭১ অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে সহস্রাধিক লোককে। এদিকে নিরাপদ সড়ক আন্দোলনের সময় যেসব অস্ত্রের মহড়া দেয়া হয়েছে এখনও সেসব উদ্ধার করতে পারেনি পুলিশ। নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে জানায়, ১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪৭১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৯৭টি অস্ত্র উদ্ধারের ঘটনায় হাতেনাতে ৩০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ৭৪টি অস্ত্র উদ্ধার করা হয়ে পরিত্যক্ত অবস্থায়। ১৮ দিনে যেসব অস্ত্র উদ্ধার করা হয় সেসবের মধ্যে ২৫০টি হল আগ্নেয়াস্ত্র। ২৫০টির মধ্যে ২০৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। ৪৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় পরিত্যক্ত অবস্থায়। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে ২১২টি। ১৮ দিনে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ১টি এসএমসি, ১৫টি দেশি রিভলবার, ৭টি বিদেশি রিভলবার, ৬টি দেশি পিস্তল, ৪০টি বিদেশি পিস্তল, ৩৩টি বন্দুক, ৪টি কাটা বন্দুক, ৪৯টি পাইপগান, ১১টি শাটারগান, ৪৫টি এলজি এবং ৩৮টি ওয়ান শুটারগান আছে। একই সময়ে ২ হাজার ১৮৩টি বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩২৪টি মামলা হয়েছে। বিস্ফোরকসহ গ্রেফতার করা হয়েছে ৫৯৬ জনকে। এ সময়ে ডিএমপিতে (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অস্ত্র উদ্ধারের মামলা হয়েছে ৪০টি। পাশাপাশি বিস্ফোরক মামলা হয়েছে ১৫৫টি। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় চলতি মাসের প্রথম ১৮ দিনে র‌্যাব ১৬টি মামলা করেছে। তাছাড়া বিজিবি, সেনাবাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানেও চলতি মাসে বেশ কিছু অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। জানা যায়, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে পুলিশের চলমান বিশেষ অভিযানে মেট্রোপলিটনগুলোর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র মামলা হয়েছে ডিএমপিতে। এখানে অভিযানের প্রথম ১৮ দিনে ৪০টি অস্ত্র মামলা ও ১৫২টি বিস্ফোরক মামলা হয়েছে। রেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র মামলা হয়েছে চট্টগ্রাম রেঞ্জে (৬১টি)। সবচেয়ে বেশি বিস্ফোরক মামলা হয়েছে খুলনা রেঞ্জে (৫১টি)। ১৮ ও ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়েছে দুই গ্রুপ। শটগান, রামদা, কিরিচ নিয়ে এক পক্ষ হামলা করেছে আরেক পক্ষের ওপর। এ সময় আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১৯ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন ছাত্রলীগ নেতাও আছেন। শফিউল আজম নামের ওই ছাত্রলীগ নেতা চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র বলে জানিয়েছেন সদরঘাট থানার ওসি রুহুল আমিন। ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম নিহত হন। ওই দিন থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের সময় ৪ ও ৫ আগস্ট ঝিগাতলা, ধানমণ্ডি, ফার্মগেট ও সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হেলমেট পরে অস্ত্র হাতে হামলা চালায় কতিপয় যুবক। ওই হামলার ঘটনায় জড়িত যুবকদের কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার যশোরের বেনাপোল থেকে তিনটি বিদেশি পিস্তল, আটটি গুলি, ছয়টি ম্যাগাজিন ও ছয় কেজি গাঁজাসহ আবদুল খালেক নামের একজনকে গ্রেফতার করেছে বিজিবি। খালেক অস্ত্র ব্যবসায়ী। মাদক ব্যবসা, হত্যা ও ডাকাতি মামলার আসামি ফরহাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি ড্যাগার উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের জানান, ১৭ সেপ্টেম্বর অস্ত্র ও গুলিসহ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। জয়পুরহাটের কালাই থানার ওসি আবদুল লতিফ জানান, তার থানা এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার দেশি শাটারগান ও হাতবোমাসহ ফজলুর রহমান ও মোকছেদ আলীসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। র‌্যাব সূত্র জানায়, ১৪ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট এলাকায় শাহাদত হোসেন নামে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। দীঘিনালা থানার ওসি আবদুস সালাম জানান, ১৩ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালা থেকে পিস্তলসহ সাধন চাকমা নামে এক ইউপিডিএফ সদস্যকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে অত্যাধুনিক পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নওগাঁ সদর থানার ওসি আবদুল হাই জানান, সোমবার সদর উপজেলার চকবাড়িয়া গ্রামের ওমর ফারুক নামের একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর অভিযান চালিয়ে অস্ত্র-ডাকাতির ১৪ মামলার আসামি আজাদুল ইসলামকে পিস্তলসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মেহেরপুরের এসপি মাস্তাফিজুর রহমান জানান, ১৫ সেপ্টেম্বর দুটি বিদেশি পিস্তলসহ আবু সাইদ টুনু নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। সে ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার কাছে থেকে উদ্ধার করা পিস্তল দুটি ভারত থেকে আমদানি করা। চাঁদপুর মতলব দক্ষিণ থানার ওসি এসএম ইকবাল হোসেন বলেন, ১৩ সেপ্টেম্বর জনি সর্দার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মেহেরপুরের মুজিবনগর থানার ওসি আবদুল হাশেম জানান, মুজিবনগরে নাইন এমএম পিস্তলসহ হায়দার গাজী নামে এক সন্ত্রাসীকে ৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। বগুড়ার শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, ৫ সেপ্টেম্বর পিস্তলসহ আবদুর রউফ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ৫ সেপ্টেম্বর একটি পিস্তলসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে এক ডজন মামলার শীর্ষ সন্ত্রাসী লিয়নও আছে। রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সেনা জোন কমান্ডার লে. কর্নেল মো. আজম জানান, ১৬ সেপ্টেম্বর বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের হাজাছড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। কাউকে গ্রেফতার করা যায়নি।





আরো খবর