শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ০৪:৩৮ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ ০১:১৮:৪৬ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি দিন: মান্না

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দেশের সকল বিরোধী রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক, যুক্তফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। শনিবার বিকেলে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত ড. কামাল হোসেনের ডাকা নাগরিক সমাবেশে এ দাবি জানান তিনি। মান্না বলেন, ‘খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। সবার মুক্তি দাবি করছি। এ মুক্তি দিতে হবে। যদি কেউ মনে করেন জোর করে লাঠি দিয়ে, পুলিশ দিয়ে বন্ধ করবেন, তাহলে এত জোরে কথা বলবো কেউ টিকবে না।’ এ সময় মান্না সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘দেশ গভীর সংকটে। গতকাল সারাদেশে সাড়ে তিন হাজার নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।’ সবাই যাতে নির্বাচন করতে পারেন এমন নির্বাচন ব্যবস্থার আহ্বান জানান মান্না। ইতোমধ্যে সমাবেশে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর ও খনিজ সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ অংশ নিয়েছেন। গণতান্ত্রিক বাম জোটের অন্যতম নেতা, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও উপস্থিত হয়েছেন। নাগরিক সমাবেশে বিএনপির নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। সমাবেশে প্রায় প্রত্যেক বক্তার বক্তব্যের শুরু এবং শেষে স্লোগানে খালেদা জিয়ার মুক্তি দাবি করা হচ্ছে।





আরো খবর