শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ১১:৪২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৩০:২৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

ফিলিস্তিনি শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা দিল সৌদি

মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে থাকা ফিলিস্তিনি শরণার্থীদের সৌদি আরবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। নিষেধাজ্ঞার ফলে জর্ডান , লেবাননে বসবাসরত ভ্রমণ কার্ডধারী ফিলিস্তিনি উদ্ধাস্তরা এখন থেকে সৌদি ভিসা পাবে না। এছাড়া সৌদি আরবে বসবাসরত ফিলিস্তিনিদের পার্সপোর্ট , অবস্থানের অনুমতি নবায়ন করতে বলা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের এ নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যেই লেবাননে বসবাসরত ফিলিস্তিনিদের ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে সৌদি দূতাবাস। ট্রাভেল এজেন্টদেরও এই বিষয়ে অবহিত করেছে দূতাবাস। দূতাবাস জানিয়েছে, যাদের ফিলিস্তিনি পাসপোর্ট নেই তাদের আবেদন গ্রহণ করা হবে না। সৌদির এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় দেশটির মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, সৌদি আরবের এই আকস্মিক সিদ্ধান্তে তারা উদ্বিগ্ন। এই বিষয়ে বৈরুতে ফিলিস্তিনি দূতাবাস সৌদি আরবের কাছ থেকে কোনো নির্দেশনা পায়নি। উল্লেখ্য, এ বছর হজের সময় জর্দানে বসবাসরত ফিলিস্তিনিদের পাসপোর্ট থাকার পরেও ভিসা দেয়নি সৌদি কর্তৃপক্ষ। খালিজ অনলাইন





আরো খবর