শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ১২:৪৯ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১০:১৭:৫৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

জাতিসংঘে রোহিঙ্গা সংকট তুলে ধরবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ

আসন্ন জাতিসংঘের ৭৩তম অধিবেশনে রোহিঙ্গা সংকট তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশও আসন্ন অধিবেশনে রোহিঙ্গা সংকট তুলে ধরবে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৭৩তম অধিবেশনের প্রস্তুতি নিয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আসন্ন জাতিসংঘের ৭৩তম অধিবেশনের প্রস্তুতি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩-২৯ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশন চলবে। অধিবেশনে রোহিঙ্গা সংকট তুলে ধরবে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে এর আগে ৫ সেপ্টেম্বর মার্শা বার্নিকাট পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, জাতিসংঘের আসন্ন অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকট তুলে ধরবে। তিনি আরো বলেছিলেন, চলতি মাস থেকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছে। সে কারণে নিরাপত্তা পরিষদের ফোরামেও রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রণী ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, থাইল্যান্ডের রাষ্ট্রদূত বোনোয়েট প্রিফনটনও বুধবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। থাইল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা থেকে বিদায় নিচ্ছেন। বিদায় নেওয়ার আগে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।





আরো খবর