বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ১০:১৬ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৩৬:০৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

বাংলাদেশে পরিবেশ দূষণে বছরে ক্ষতি ৫২ হাজার কোটি টাকা

প্রতিবছর পরিবেশ দূষণে বাংলাদেশে ৫২ হাজার কোটি টাকার (৬.৫ বিলিয়ন ডলার) ক্ষতি হচ্ছে বলে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উঠে এসেছে। এই ক্ষতি বাংলাদেশের ৩ দশমিক ৪ শতাংশ জিডিপির সমান। রবিবার রাজধানীর সোনারগাঁ হোটেলে এই প্রতিবেদন তুলে ধরেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পার্লকার। বাংলাদেশের দূষণ নিয়ে ‘ইনহ্যান্সিং অপারচুনিটিজ ফর ক্লিন এন্ড রেসিডেন্ট গ্রোথ ইন আরবান বাংলাদেশ, কান্ট্রি এনভারমেন্ট এনালাইসিস ২০১৮’ শিরোনামে করা প্রতিবেদনটিতে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, পরিবেশ দূষণের কারণে বাংলাদেশে ৫২ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। এছাড়া বিশ্বে যেসব মানুষ মারা যান তার ১৬ শতাংশ পরিবেশ দূষণের কারণে। আরও বাংলাদেশে এই হার ২৮ শতাংশ। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পার্লকার, বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসহ বাংলাদেশ ও বিশ্বব্যাংকের কর্মকর্তারা।





আরো খবর