শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ০২:০০ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ ১১:১৯:০৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

হবিগঞ্জে বাসচাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দেড় ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে। নিহত নিলীমা আক্তার (৮) উপজেলার নাদামপুর গ্রামের খোয়াজ মিয়ার মেয়ে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বেলা সোয়া ১টার দিকে বাহুবল উপজেলার দিগাম্বর বাজার এলাকায় বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ওসি জসিম বলেন, বাড়ির কাছের বাজার এলাকায় নিলীমা রাস্তা পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী লন্ডন এক্সপ্রেসের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। “ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ দেখায়। এ সময় মহাসড়কে কয়েক শত গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি সরিয়ে দেয়। বেলা পৌনে ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।” তবে পুলিশ বাস বা এর চালককে আটক করতে পারেনি। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি মো. জসিম উদ্দিন।





আরো খবর