শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ০১:৩৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ ০৮:২০:২০ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে ২ চা শ্রমিক নিহত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নিজেদের ঘর তৈরির জন্য মাটি আনতে গিয়ে পাহাড় ধসে দুই নারী চা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত দুই চা শ্রমিক হলেন চাকলাপুঞ্জি চা বাগানের এক নম্বর লাইনের মঙ্গল সাঁওতালের স্ত্রী বিশকা সাঁওতাল এবং একই এলাকার খোকন মালের স্ত্রী আমুদিনি মাল। স্থানীয়দের বরাত দিয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান আজ বৃহস্পতিবার সকালে জানান, গতকাল বিকেলে বিশকা ও আমুদিনি নিজেদের ঘর তৈরির জন্য পাশের পাহাড়ে মাটি আনতে যায়। মাটি কাটার একপর্যায়ে তাদের ওপর পাহাড় ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয় এবং দাহ করার অনুমতি দেওয়া হয়। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মইন উদ্দিন ইকবালও ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন।





আরো খবর