বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০২:১৩ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৬ মে ২০১৮ ০৩:৩৪:১৪ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

কুমিল্লায় কর্ণফুলী ট্রেনে আগুন, আহত ১৫

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-ঢাকা রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনের বড় ধরণের ক্ষতি না হলেও এতে ট্রেনে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। রেলের যাত্রী, প্রত্যক্ষদর্শী ও কুমিল্লা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ট্রেনটি শশীদল স্টেশন অতিক্রম করে রাজাপুর স্টেশনে প্রবেশকালে ট্রেনের ইঞ্জিন থেকে হঠাৎ আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ট্রেন থেকে যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১৫ যাত্রী আহত হন। কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী জানান, আগুনে ট্রেনের বড় ধরণের কোন ক্ষতি হয়নি, আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে রেলের কর্মচারীরা তা নিভিয়ে ফেলে। কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শফিকুর রহমান ভূঁইয়া জানান, এ ঘটনায় ট্রেনটি কুমিল্লা স্টেশনে ১২ মিনিট বিলম্বে আসে এবং পরে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।





আরো খবর