শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ০২:৩৮ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ০৮ মে ২০১৮ ০২:৩৩:৫১ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

আ’লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা গুলি, ৯জন গুলিবিদ্ধসহ আহত ২০

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অস্ত্রধারী একদল সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও গোলাগুলি করেছে বলে খবর পাওয়া গেছে। এতে ৯ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। যৌথবাহিনীর অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে আওয়ামী লীগ নেতাকর্মীরা সহযোগিতা করার জের ধরে মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা নিঝুম দ্বীপের বন্দরটিলা সিডিএসপি বাজারসংলগ্ন এলাকায় এ হামলা চালানো হয়। গুলিবিদ্ধরা হলেন- আওয়ামী লীগ কর্মী মফিজ উদ্দিন (৫০), বাবুল (৩৫), মোতালেব (৩৩), হক সাব (৩৯), আসাদ (৩৮), কাওসার (৪২), বাবুল মিয়া (৪৫), রবিউল (৩৫), বেলাল মিয়া (৩৩), অপর আহত কবির (৩৮), মান্নানসহ (৩৯) আহতদের রক্তাক্ত অবস্থায় হাতিয়া পৌরসভা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাথায় ও পেটে গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মী মফিজ উদ্দিন, মোতালেব, হক সাব, বাবুল, আসাদ, কাওসার, বাবুল মিয়া ও রবিউলের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ঘটনায় বন্দরটিলায় উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা আতংকে রয়েছেন। থানা সূত্র ও এলাকাবাসী জানান, হাতিয়া উপজেলায় গত ২ মাস ধরে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে। এনিয়ে গত ২৫ দিন আগে উপজেলার অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় নিঝুম দ্বীপ ইউনিয়নসহ অপর এলাকায় সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশকে সহযোগিতা করে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। অভিযান চলাকালে নিঝুম দ্বীপের পিচ্চি মেহেরাজ, মানিক, মাইন উদ্দিন, ইরাকসহ অপর সন্ত্রাসীরা এলাকা ছেড়ে চট্টগ্রাম পালিয়ে যায়। অভিযান শেষ হলে তারা গত সোমবার আবার নিঝুম দ্বীপে তাদের বাড়িতে ফিরে। যৌথবাহিনীর অভিযানে সহযোগিতা করায় ওই সন্ত্রাসীদের নেতৃত্বে চরকিং ইউনিয়নের তাহের, চেয়ারম্যান ঘাটের শাহারাজ, লোহা কবিরসহ ৩০-৩৫ জন পিস্তল, কাটা রাইফেল, দোনলা বন্দুক, কিরিচ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি করে ৯ জনকে গুলিবিদ্ধ করে এবং পিটিয়ে আহত করে অন্তত ২০ জনকে। নিঝুম দ্বীপ ফাঁড়ি থানার ইনচার্জ এসআই আবদুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, যৌথবাহিনীর অভিযানে আওয়ামী লীগ কর্মীরা অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে সহযোগিতা করায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার অস্ত্রধারী ওই সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৯ জনকে গুলিবিদ্ধসহ ২০ জনকে পিটিয়ে আহত করেছে।





আরো খবর