বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ১১:৩৯ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮ ০৮:৩৪:৫৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

খালেদা জিয়ার পক্ষে শুনানি করতে আদালতে রফিক-উল হক

অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন আদালতে হাজির না থাকলেও আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির জন্য আদালতে এসেছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। আজ রোববার হাইকোর্টে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হবে। আর কিছুক্ষণের মধ্যেই এ শুনানি শুরু হবে। খালেদা জিয়ার পক্ষে আরো উপস্থিত হয়েছেন মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, আব্দুর রেজাক খান, মীর মোঃ নাছির উদ্দিন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, কায়সার কামাল প্রমুখ আইনজীবী। রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে আছেন খুরশিদ আলম খান। উল্লেখ্য, ব্যারিস্টার রফিক-উল হক ওয়ান-ইলেভেনের সময় গ্রেফতার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আদালতে জামিন শুনানি করেছিলেন এবং তার শুনানিতে তারা উভয়েই জামিন পেয়েছিলেন। এদিকে, দুপুর ১টা থেকেই শতশত আইনজীবী ও সাংবাদিকের উপস্থিতিতে আদালত কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এজলাসের বাইরেও অপেক্ষায় আছেন বহু আইনজীবী।





আরো খবর