শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ১১:৫৯ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮ ০৬:৫৮:৪৬ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

খিলগাঁয়ে যুবক গুলিবিদ্ধ

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় নাজমুল হোসেন (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহত যুবকের খালু আবুল কাশেম বলেন, ‘নাজমুল পেশায় একজন সিএনজি চালক। সে খিলগাঁও গোড়ান এলকায় ভাড়া বাসায় থাকত। তার বাসা নং-১৯২/২। রোড নং-৯। রাত ১০টার দিকে নাজমুল বাসায় ফিরছিল। এ সময় হঠাৎ গুলি এসে তার পায় লাগে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’ আহত যুবকের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর। তার বাবা মৃত সিদ্দিকুর মিয়া। এ ঘটনার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত- কিছুই জানাতে পারেনি পুলিশ। খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই আবু জাফর হাওলাদার বলেন, গুলিবিদ্ধ হাওয়ার কোনো খবর আমাদের কাছে এখনও আসেনি। ঘটনাস্থলের পাশে আমাদের একটি টহল পুলিশের দল রয়েছে। বিষয়টি তাদের জানানো হচ্ছে। টহল পুলিশের দায়িত্বে থাকা এসআই ফরহাদ বলেন, এ ধরনের কোনো তথ্য আমরা এখনও পাইনি। বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে।





আরো খবর