বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০২:২৮ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮ ০৪:৩৪:১৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

অবৈধ আন্তর্জাতিক কল বাড়ছেই

ভয়াবহ আকারে কমছে আন্তর্জাতিক কল, দৈনিক যা ৬ কোটি মিনিটেরও বেশি। আর এতে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে কমপেক্ষ ৪ কোটি টাকা। বছরে সেই ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা। তবে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরদের সংগঠন ‘আইওএফ’ পক্ষ থেকে বলা হচ্ছেÑ দেশে আগে যে পরিমাণ আন্তর্জাতিক কল আসত এখনো তাই আসছে। অবৈধ ভিওআইপির মাধ্যমে আসা এসব কলের আয় চলে যাচ্ছে প্রভাবশালী সিন্ডিকেটের পকেটে। তাই সরকারের রাজস্ব নিশ্চিত করতে কল টার্মিনেশন রেট পরিবর্তনের প্রস্তাব দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সেটির চূড়ান্ত অনুমোদন মিললেই কার্যকর হবে নতুন রেট। বর্তমানে আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট সর্বনিম্ন দেড় সেন্ট ও সর্বোচ্চ ৩ দশমিক ৪৫ সেন্ট। অবশ্য বিটিআরসির নতুন প্রস্তাবে তা দেড় সেন্ট থেকে বাড়িয়ে ১ দশমিক ৭৫ ও সর্বোচ্চ আড়াই সেন্ট করা হয়েছে বলে জানা গেছে। আইজিডব্লিউ অপারেটররা দুই সেন্ট করে আন্তর্জাতিক কল আনলেও সরকার এবং অন্যান্য অপারেটরদের সঙ্গে রাজস্ব ভাগাভাগী করে তারা দেড় সেন্ট। আইওএফ জানায়, মূলত অপারেটররা বিপুল পরিমাণ আন্তর্জাতিক কলকে বাইপাস করে ভিওআইপির মাধ্যমে লোকালে কনভার্ট করে নেয়। কারণ আন্তর্জাতিক কলের চেয়ে লোকালে তারা বেশি লাভ পায়। আর এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈধ আইজিডব্লিউ অপারেটররা। আন্তর্জাতিক কলের পরিমাণ বাড়াতে হলে বিটিআরসিকে অবৈধ ভিওআইপির বিরুদ্ধে কঠোর হতে হবে। তবে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব এ অভিযোগ অস্বীকার করে উল্টো আইওএফের ঘাড়েই দায় চাপিয়েছে। তাদের দাবি, আন্তর্জাতিক কল প্রবেশের ক্ষেত্রে আইজিডব্লিউ অপারেটরদের নেটওয়ার্কের (টপোলজি) ইন্টারন্যাশনাল অপারেটর সুইজড (আইওএস) মডেলের কারণেই এমনটি হয়েছে। এ বিষয়ে বিটিআরসির কাছে একটি প্রতিবেদনও জমা দিয়েছে অ্যামটব। যেখানে তুলে ধরা হয়েছে সরকার, মোবাইল অপারেটর ও ইন্টারকানেক্ট এক্সচেঞ্চ (আইসিএক্স) অপারেটদের বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার চিত্র। প্রতিবেদন থেকে জানা যায়, গড়ে প্রতিদিন বৈধপথে আন্তর্জাতিক ইনকামিং কলের পরিমাণ কমেছে প্রায় ৬ কোটি মিনিট। অথচ তা ১০ থেকে ১২ কোটি মিনিট হওয়া উচিত। ফলে মোবাইল অপারেটরদের ৮০০ কোটি এবং আইসিএক্স অপারেটরদের ১৩২ কোটি টাকা বছরে ক্ষতি হচ্ছে। এ ছাড়াও কল টার্মিনেশনের মূল্য দেড় সেন্ট থেকে বাড়িয়ে দুই সেন্ট করার কারণেও অবৈধ পথে আসা কলের পরিমাণ বাড়ছে। অবশ্য আইওএফ বলছে, আন্তর্জাতিক কল কমে যাওয়ায় গেল বছর আইজিডব্লিউ অপারেটরদের ক্ষতি প্রায় ৪০০ কোটি টাকা। এদিকে ২০১৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ইনকামিং কলের ক্ষেত্রে প্রতি মিনিটের সর্বনিম্ন রেট শূন্য দশমিক শূন্য তিন (০.০৩) সেন্ট থেকে কমিয়ে শূন্য দশমিক শূন্য এক পাঁচ (০.০১৫) সেন্ট করে। এটি ছয় মাসের জন্য পরীক্ষামূলকভাবে কার্যকর হলেও তা এখনো বলবৎ। এ কল থেকে রাজস্ব আয়ের ৪০ শতাংশ বিটিআরসি, ২০ শতাংশ আইজিডব্লিউ, ১৭ দশমিক ৫ শতাংশ আইসিএক্স এবং ২২ দশমিক ৫ শতাংশ সংশ্লিষ্ট গ্রাহকের অপারেটর বা এক্সেস নেটওয়ার্ক সার্ভিস (এএনএস) পায়। আগে রাজস্ব ভাগাভাগির এই হার ছিল বিটিআরসি ৫১ দশমিক ৭৫, আইজিডব্লিউ ১৩ দশমিক ২৫, আইসিএক্স ১৫ এবং এএনএস ২০ শতাংশ। বিটিআরসির হিসাব বলছে, গত নভেম্বরের শেষে বিদেশ থেকে আসা ভয়েস কলের পরিমাণ গড়ে দৈনিক ৫ কোটি ৮০ লাখ মিনিটে নেমে এসেছে। ২০১৭ সালের শুরুতে এর পরিমাণ ছিল ৬ কোটি ৭০ লাখ মিনিট। ফলে এ খাত থেকে বিটিআরসির আয়ের ওপরও বড় রকমের প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে আসা কলের মতো বিদেশে যাওয়া কলের পরিমাণও কমেছে একই হারে। মূলত কয়েক বছর ধরে থ্রিজি সেবা চালু থাকায় সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি অ্যাপনির্ভর যোগাযোগ করছেন। এতে তারা স্বল্প খরচে কথা বলা ছাড়াও ভিডিও কল করতে পারছেন। এ কারণেও মোবাইল ফোন বা ল্যান্ডফোনে কলের পরিমাণ কমছে। তাই উল্লেখযোগ্য পরিমাণ আয় কমে যাওয়ায় মাঝে একবার যোগাযোগ অ্যাপ নিয়ে কাজ (বন্ধ) করার কথা বলেছিল বিটিআরসি। তবে নানা সমালোচনায় তা শেষ পর্যন্ত হয়নি। বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ বিষয়ে বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি দেশে-বিদেশে কথা বলার উপায় করে দিয়েছে জনপ্রিয় ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোর মতো মোবাইল অ্যাপ্লিকেশন। এসব কারণে বৈধপথে আন্তর্জাতিক কলের পরিমাণ কমে থাকতে পারে। তার পরও কমিশন পুরো বিষয়টি জানার জন্য কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে কল টার্মিনেশন রেট রিভিউ করে নতুন রেট কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





আরো খবর