বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০৫:৩৯ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮ ০৮:৪৩:৪২ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: প্যানেল মেয়রসহ ৭ জনের নামে মামলা

ফেনীর স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল উদ্দিন চৌধুরী (৩০) হত্যার ঘটনার তিন দিন পর মামলা হয়েছে। এতে দাগনভূঞা পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম ও তার ভাই পারভেজ সওদাগরসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে ফখরুলকে হত্যার জন্য ব্যবহৃত একটি ছুরি ও একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। গত ২০ জানুয়ারি ফখরুলকে হত্যা করা হয়। তিনি দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও আজিজ ফাজিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। সোমবার রাত ১২টার দিকে আবু তাহের চৌধুরী ছেলে হত্যার ঘটনায় বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা করেন। দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শনিবার ফখরুলের দুই বন্ধু হিরো ও বাহাদুরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে সোমবার দিবাগত রাতে হিরোর বাড়ি থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর আগে রোববার রাতে ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারের মামুন অটো ওয়ার্কসপ থেকে ফখরুলের মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল হত্যার ঘটনায় আজ মঙ্গলবার দুপুরের পর প্রেস ব্রিফিং করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান ওসি।





আরো খবর