বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০১:৪০ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২০ জানুয়ারী ২০১৮ ০৯:৩৬:৪২ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

আ.লীগ ভোট ছাড়া ক্ষমতা দখলের প্রকল্প হাতে নিয়েছে: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনে নিজেদের পরাজয় বুঝতে পেরে আওয়ামী লীগ পিছু হটেছে। ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের পরাজয় হবে এবং বিএনপি জয়ী হয়ে ক্ষমতায় আসবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে 'প্রতিহিংসার রাজনীতি বিপন্ন গণতন্ত্র ও মানবাধিকার' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। আমীর খসরু বলেন, ‘সরকার কোর্টের (আদালত) ওপর বন্দুক রেখে একের পর অগণতান্ত্রিক কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত জেনে হাইকোর্টের মাধ্যমে নির্বাচন বন্ধ করেছে।’ তিনি বলেন, ডিএনসিসির নির্বাচনী তফসিল ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের মাধ্যমে আমরাই প্রথম মেয়র প্রার্থী ঘোষণা করেছিলাম। উত্তরে নেতা-কর্মী মাঠে নেমে পড়েছিল নির্বাচনের জন্য। কিন্তু আওয়ামী লীগ তাদের পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বন্ধ করে দিয়েছে কোর্টের মাধ্যেমে। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে, আগামী জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না? এই কারণেই যে আজকে আওয়ামী লীগ একটি 'নির্বাচনী প্রকল্প' হাতে নিয়েছে। আর এই প্রকল্পের কাজ হচ্ছে বাংলাদেশের জনগণকে বাহিরে রেখে ক্ষমতা দখলের প্রক্রিয়া। আর এই জন্য যা যা করা দরকার আওয়ামী লীগ সরকার তা করবে।' সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, তা আমরা এখনো বাস্তাবায়ন করতে পারিনি। আমাদের নেতা-কর্মীদের বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।' জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।





আরো খবর