মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল, ১৪৪৫ | ১০:১৯ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮ ০৫:৫৫:৪৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

পাকিস্তানি সেনাদের গুলিতে ২ ভারতীয় নিহত, সীমান্তে গোলাগুলি চলছে

জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা গুলি চালিয়ে বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। দেশটির গণমাধ্যম বলছে, শুক্রবার সকাল থেকেই লাগাতার গুলি ছুটে আসছে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে। শেষ পাওয়া খবরে জানা গেছে, পাকিস্তানি সেনাদের গুলিতে এখন পর্যন্ত দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও চারজন। তবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-ও পালটা জবাব দিতে শুরু করেছে পাকিস্তানি রেঞ্জার্সকে। গুলি বিনিময় এখনও চলছে বলে জানা গেছে। পাকিস্তানি গোলাগুলির আঘাতে ১৭ বছরের এক কিশোরী ও এক বিএসএফ জওয়ান নিহত হন। পাকিস্তানের মর্টার হামলায় আহত হন তিন সাধারণ নাগরিক। ভারতীয় সেনা সূত্রের খবর, কয়েকদিন আগেই চার পাকিস্তানি সেনাকে নিকেশের বদলা নিতেই নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে ইসলামাবাদ। সেনা সূত্রের বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যমে আরও বলা হয়, ভারতীয় সেনাচৌকি লক্ষ্য করে রাতভর গুলি ছুড়েছে পাক রেঞ্জার্স। মূলত মর্টার ও ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ছে পাক সেনারা। তাদের টার্গেট আরএস পুরা সেক্টর, আরনিয়া ও রামগড় সেক্টর। তবে বিএসএফও শক্ত হাতে প্রত্যুত্তর দিচ্ছে। ৪৮ ঘণ্টা ধরে অব্যাহত রয়েছে গুলি বিনিময়। সূত্রের খবর, যারা মারা গেছেন তাদের নাম বাচন দেবী ও সুনীল কুমার। আহত তিনজনের চিকিৎসা চলছে। ভোরের দিকে গোলাগুলির শব্দ খানিকটা কমলেও শুক্রবার সকাল পৌনে ৭টা থেকে ফের শুরু হয়েছে তীব্র গুলির লড়াই। ভারতীয় সেনাকে বিপাকে ফেলতে পাক রেঞ্জার্সরা নিয়ন্ত্রণরেখার এপারে ভারতীয় নাগরিকদের নিশানা করছে।-সংবাদমাধ্যম।





আরো খবর