বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০৪:৩২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮ ০৪:১৩:২৮ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

বিএসএফের গুলিতে বাংলাদেশি গুরুতর আহত

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও আরেক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে বিএসএফের বিরুদ্ধে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি হলেন, উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের বিকল আলী (৩০)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে উপজেলার চৌকা সীমান্তের ১৭২ মেইন পিলারের কাছ দিয়ে বিকল আলীসহ কয়েকজন গরু আনার সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ৩৬ বিএসএফের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে বিকল আলী গুরুতর আহত হন। পরে অন্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় সাজ্জাদ আলীকে (২২) ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। স্থানীয় মনাকষা ইউপি ওয়ার্ড সদস্য শুকুর উদ্দীন জানান, তিনি সাজ্জাদ আলীকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) -৫৯ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ আলী জানান, এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে। বিএসএফের কাছে আটক সাজ্জাদকে অনুপ্রবেশ আইনে আটক দেখিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিক জানান, গুলিতে আহত বিকল আলী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। তার বুকের বাম পাশে গুলি লেগেছে।





আরো খবর