শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ১১:৩৪ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮ ১১:২৪:০৬ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

লক্ষ্মীপুরে দুই গাড়ি পুকুরে, শিশুসহ নিহত ৩

লক্ষ্মীপুরের কমলনগরে ট্র্যাক্টর ট্রলি ও অটোরিকশা সংঘর্ষের পর পুকুরে পড়ে গিয়ে শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন। কমলনগর থানার ওসি গকুল চন্দ্র বিশ্বাস জানান, বুধবার দুপুরে ফজুমিয়ারহাট-করুনানগর সড়কের মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. হারুন (৬০), স্থানীয় আন্ডারচরের আলাউদ্দিনের মেয়ে রিংকু আক্তার (৪) ও একই এলাকার আমেনা বেগম (৪৮)। আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, জ্বালানি কাট বোঝাই একটি ট্র্যাক্টর ট্রলি ও যাত্রী বহনকারী ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এবং ওই দুটি গাড়ি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। “ঘটনাস্থলেই রিংকু ও হারুন নিহত হন; আহত হন চার জন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন।” লাশ তিনটি লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস সদর ইউনিটের ইনচার্জ আসাদুজ্জামান জানান, এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়েছে।





আরো খবর