শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ০১:০৫ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮ ০৩:৫৮:১৩ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে গত দু’দিন অনশন পালন করছে এক প্রেমিকা। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সিতাইকুন্ড গ্রামে। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে কোটালীপাড়া উপজেলার সিতাইকুন্ড গ্রামের আকবর আলী শেখের ছেলে আরমান শেখ নিক্সন (২৫) এর সাথে মান্দ্রা গ্রামের সিদ্দিক তালুকদারের মেয়ে কাকলী খানমের (১৯) দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি জানাজানি হয়ে যাবার পরে গত চার মাস আগে সিদ্দিক তালুকদার তার মেয়ে কাকলীকে জোর করে পার্শ্ববর্তী আশুতিয়া গ্রামে বিয়ে দিয়ে দেয়। বিয়ের দু’দিন পরে লম্পট প্রেমিক আরমানের কথায় কাকলী স্বামীর ঘর ছেড়ে আরমানের হাত ধরে ঢাকায় পালিয়ে যায়। ঢাকা পালিয়ে থাকা অবস্থায় আরমানের কথায় কাকলী স্বামীকে ডিভোর্স দেয়। এ ভাবে কিছু দিন যাবার পর কাকলী বিয়ের জন্য আরমানকে চাপ দিলে গত ডিসেম্বরের ১৮ তারিখ আরমান কাকলীকে বিয়ে করে। বিয়ের কিছু দিন পর আরমান কাকলীকে তার ভাইয়ের বাসায় রেখে এসে কাকলীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এর পরে কাকলী বিভিন্নভাবে আরমানের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে কোটালীপাড়ার সিতাইকুন্ড গ্রামে আরমানদের বাড়িতে এসে উঠে। সরেজমিনে সিতাইকুন্ড গ্রামে গিয়ে আরমানের ঘরের সামনে কাকলীকে বসে থাকতে দেখা যায়। এ সময় কাকলী বলেন, আমার এভাবে চলে আসা ছাড়া কোন উপায় ছিল না। আমাকে এ বাড়িতে দেখে আরমান আমাকে কিছু না বলে পালিয়ে গেছে। ও যদি আমাকে স্ত্রীর স্বীকৃতি না দেয় তাহলে আমি আত্মহত্যা করবো। এ ব্যাপারে আরমানের পিতা আকবার আলী শেখ বলেন, আরমান ও কাকলীর বিয়ের বিষয়ে আমাদের কিছু জানা নেই। মঙ্গলবার সকাল থেকে আমরা আরমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। আরমানের সাথে যোগাযোগ না করা পর্যন্ত আমরা কাকলীর ব্যাপারে কোন সিন্ধান্ত নিতে পারবো না।





আরো খবর