শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ০৮:২৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮ ১১:৫৬:৫০ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

সতর্ক করল এফবিআই: ট্রাম্পজামাতার সঙ্গে মারডকের সাবেক স্ত্রীর বিশেষ সম্পর্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই জেরার্ড কুশনারের সঙ্গে মিডিয়া মোঘল রুপার্ট মারডকের সাবেক স্ত্রী ওয়েন্ডি ড্যাং মারডকের বিশেষ সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের সুযোগ নিয়ে চীনকে ফায়দা লোটার ব্যবস্থা করে দিচ্ছেন রুপার্ট মারডকের সাবেক স্ত্রী। এ কথা জানিয়ে গত বছরের শুরুতে মার্কিন গোয়েন্দা সংস্থা এ বিষয়ে জেরার্ড কুশনারকে সতর্ক করেছিল। অজ্ঞাত সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল। এতে বলা হয়, ড্যাং মারডক ওয়াশিংটনে চীনা অর্থায়নে স্থাপনার নির্মাণকাজের জন্য তদবির করে যাচ্ছে। চীন ১০ কোটি ডলারের অর্থায়নে মার্কিন কংগ্রেস ও হোয়াইট হাউসের পাশে একটি বাগান গড়ে তুলতে চাইছে। তবে মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, এই বাগান এবং এর অভ্যন্তরে স্থাপনা গড়ে তোলার বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘিœত করবে। কারণ বাগানের ভেতরে নির্মিতব্য ৭০ ফুট লম্বা একটি টাওয়ার থেকে আশপাশের এলাকায় নজরদারি চালানো হবে বলে ধারণা গোয়েন্দাদের। নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা কুশনারকে এসব তথ্য জানানো হয়। ড্যাং মারডক ১৯৯৯ সালে রুপার্ট মারডককে বিয়ে করেন। ২০১৩ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। তবে এখনও তিনি বিয়ের সময় গৃহীত পদবি ব্যবহার করেন।





আরো খবর