শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ০৯:৪২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৪ জানুয়ারী ২০১৮ ০১:৪০:২২ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

ছাত্রলীগকে প্রকাশ্যে বেয়াদব বললেন হানিফ

চট্টগ্রাম নগরীর লালদীঘির মাঠে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এবিএম মহিউদ্দিনের চৌধুরীর শোক সভা ছাত্রলীগের বিশৃঙ্খলাতার মধ্য দিয়ে শেষ হয়েছে । আজ রবিবার বিকাল ৩টা থেকে এ শোক সভা শুরু হওয়ার পর মিছিল নিয়ে বিভিন্ন কলেজ ও এলাকা থেকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নেতা কর্মীরা শোক সভায় যোগদান করেছেন। বিকাল সাড়ে ৪টার দিকে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মীরা শোকসভাস্থলে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে। এসময় হাতাহাতি ধাক্কাধাক্কিতে মঞ্চের সামনে নিরাপত্তার জন্য দেয়া বাঁশের প্রচীর ভেঙ্গে যায়। নিরাপত্তা বেস্টনী ভেঙ্গে ছাত্রলীগ কর্মীরা মঞ্চের সামনে মিডিয়া বক্সে চলে গেলে পুলিশ তাদের বের করে দেয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে মঞ্চে বক্তব্যরত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বার বার অনুরোধ করেও ছাত্রলীগের শ্লোগান থামাতে ব্যর্থ হয়ে ক্ষোভ প্রকাশ করেন। এবং তিনি ছাত্রলীগকে প্রকাশ্যে মাইকে বেয়াদব বলে আখ্যায়িত করেন। পরে অবশ্য পুলিশ ও নেতাদের হস্তক্ষেপে ছাত্রলীগের বিশৃঙ্খলা থেমে যায়। মহিউদ্দিন চৌধুরীর এ শোক সভায় প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং বিশেষ অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি উপস্থিত ছিলেন।





আরো খবর