শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ০৭:২৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮ ০৫:২৯:৩৩ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

রাতে বিএনপির স্থায়ী কমিটি বৈঠক, চূড়ান্ত হবে উত্তরের মেয়র প্রার্থী

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারনি ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ বৈঠকেই ঢাকা সিটি উত্তরের উপনির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে। আজ শনিবার রাত সাড়ে ৮ টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন যে, শনিবার স্থায়ী কমিটির বৈঠকের পর ঢাকা সিটি উত্তরের উপনির্বাচনে মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি। ঢাকা সিটি উত্তরের উপনির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করছেন ৩ জন। তারা হলেন, ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়াল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য শাকিল ওয়াহিদ। এই ৩ জনের মধ্যে ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে প্রার্থী হওয়া তাবিথ আওয়ালের নাম বেশি আলোচনা হচ্ছে। তবে, এখনও চূড়ান্ত হয়নি মেয়র পদে কে বিএনপির প্রার্থী হবেন। আজ রাতে অনুষ্ঠিতব্য স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়া প্রার্থী চূড়ান্ত করবেন। বৈঠকের পরই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা সিটি উত্তরের উপনির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি।





আরো খবর