শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ১২:৪৮ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮ ০৩:১১:১০ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

আমরণ অনশন চলছে, চতুর্থ দিনে অসুস্থ ১০৬ শিক্ষক

ঢাকা: চাকরি জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষকরা। তারা বছরের প্রথম দিন থেকে ৮ জানুয়ারি পর্যন্ত অবস্থান কর্মসূচির পর গত মঙ্গলবার থেকে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করছেন। অনশনের চতুর্থ দিন শুক্রবার ১০৬ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন শিক্ষকরা। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন শিক্ষক চিকিৎসাধীন। এ ছাড়া অনশনস্থলে অসুস্থ হয়ে পড়ায় ১৮ জনকে স্যালাইন দেয়া হয়। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। শুক্রবার বিকেলে সরেজমিন দেখা যায়, রাস্তার পাশে খোলা জায়গায় তীব্র শীত আরো দুর্বল করে ফেলেছে শিক্ষকদের। মলিন মুখে বেশিরভাগ শিক্ষকই চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, আমাদের এখন ক্লাসরুমে থাকার কথা, কিন্তু থাকতে হচ্ছে রাজপথে। তীব্র শীতের মধ্যে কে রাস্তায় থাকতে চায়? কিন্তু আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এভাবে আর কতদিন বাঁচা যায়। তাই জাতীয়করনের ঘোষণা না আসা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি।





আরো খবর