বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান, ১৪৪৫ | ০৭:১৮ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮ ১১:৪৭:১৬ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

সমন্বিত ৮ ব্যাংকের পরীক্ষা: প্রয়োজনীয় আসন না থাকায় বিক্ষোভ-ভাঙচুর, পরীক্ষা স্থগিত

আজ বাংলাদেশ ব্যাংকের অধীনে সমন্বিত ৮ ব্যাংকের পরীক্ষা অনুষ্ঠানের সময় মিরপুর ১ নম্বের অবস্থিত হযরত শাহ আলী মহিলা কলেজে গোলোযোগ সৃষ্টি হয়। এ ক্যাম্পাসে ৮ হাজার শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। জানা গেছে, এই ৮ হাজার শিক্ষার্থীকে বসানো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। সেখানে প্রতি বেঞ্চ ৫-৬ করে পরীক্ষার্থী বসানো হয়। অনেকের বসারই আসন ছিল না। যারা কোনমতে বসেছেন তারা এতো কম জায়গায় পরীক্ষা দিতে পারছিলেন না। অনেকে পরীক্ষা দিতে লাইব্রেরিতে চলে যান। সেখানেও আসন মেলেনি। এই অবস্থায় পরীক্ষা দেওয়া যায় না, ক্রমেই ক্ষোভ দানা বাঁধতে থাকে শিক্ষার্থীদের মনে। প্রতিবাদী হয়ে ওঠেন তারা। ভাঙচুর শুরু করেন কলেজে। এক পর্যায়ে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরীক্ষা স্থগিত করা হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহআলী মার্কেট এলাকায় অবস্থান নেন। ফলে ওই এলাকাটি রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়েছে।





আরো খবর