বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল, ১৪৪৫ | ১০:০৪ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮ ০৪:১১:৪৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

সন্ত্রাসীদের হাতে ড্রোন, বিশ্বের যেকোনো স্থানে হামলার আশঙ্কা

রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সন্ত্রাসীরা উন্নত ড্রোন প্রযুক্তি হাতে পেয়েছে এবং তারা বিশ্বের যেকোনো জায়গায় হামলা চালাতে সক্ষম। রাশিয়ার জেনারেল স্টাফের ড্রোন বিভাগের প্রধান মেজর জেনারেল আলেকজান্ডার নোভিকভ বৃহস্পতিবার একথা জানিয়েছেন। সিরিয়ায় দুটি রুশ সামরিক ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন দিয়ে হামলা প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের পক্ষে ড্রোন হামলা অসম্ভব কোনো ঘটনা নয়। তিনি বলেন, সন্ত্রাসীদের ড্রোন হামলার ঝুঁকি থেকে মুক্ত হতে হলে সত্যিকারের পদক্ষেপ নিতে হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ৬ জানুয়ারি সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটি ও তারতুস নৌঘাঁটিতে ১৩টি ড্রোন নিয়ে হামলার চেষ্টা করে সন্ত্রাসীরা। রুশ সেনারা এসব হামলা প্রচেষ্টা ব্যর্থ করে দেয় এবং সাতটি ড্রোন ধ্বংস করে ও বাকি ছয়টি ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। পরে রাশিয়া বলেছে, ওই ঘটনার সঙ্গে আমেরিকার যোগসাজশ রয়েছে বলে সন্দেহ প্রবল হয়েছে। -সংবাদমাধ্যম





আরো খবর