বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০৮:০৮ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭ ০৪:৪৭:২৯ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

বাবার শোকে অসুস্থ হয়ে পড়লেন ব্যারিস্টার নওফেল

বাবার মৃত্যুর শোক কাটায় উঠতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার নওফেল। কুলখানির মেজবান খেতে গিয়ে সোমবার দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে পদদলিত হয়ে মারা যায় ১১ জন। আর শোকের এই চাপ সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন চট্টগ্রামের বর্ষীয়ান নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বর্তমানে তিনি একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেটের চমশা হিলস্থ নিজ বাসভবনে বিশ্রামে আছেন। এর আগে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় ছিলেন। দুপুরে নগরীর রিমা কমিউনিটি সেন্টারে মেজবান খেতে আসা ১১ জন পদদলিত হয়ে মারা যাওয়ার খবর পেয়ে ছুটে যান তিনি। সেখানেই তিনি নিহতদের মরদেহ দেখে অসুস্থ হয়ে পড়েন বলে জানান প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারি ওসমান গনি। ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও পরিস্থিতি দেখে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা আওয়ামী লীগ নেতারা তাকে দ্রুত সরিয়ে নিয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসার পর তাকে চশমা হিলের নিজ বাসভবনে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি বিশ্রামে আছেন বলে জানান ওসমান গনি।





আরো খবর