মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১, ৭ শাওয়াল, ১৪৪৫ | ০৭:৫২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭ ১০:১৮:৪১ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

অব্যবস্থাপনার কারণেই এ হতাহত

চট্টগ্রাম: সদ্য প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জন নিহতসহ শতাধিক মানুষ হতাহত হওয়ার পেছনে কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন নগরীর জামাল খান ওয়ার্ডের কান্সিলর শৈবাল দাস সুমন। সোমবার দুপুরে ওই হতাহতের পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গণমাধ্যমকে বলেন, অমুসলিমদের জন্য আয়োজিত মেজবান অনুষ্ঠানের রিমা কমিউনিটে সেন্টারে সর্বোচ্চ ৪ হাজার মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। সেই সেন্টারে ১০ হাজার মানুষের আয়োজন করা হয়েছিল। আয়োজকদের অনবিজ্ঞতা ও অব্যবস্থাপনার কারণেই অনাকঙ্খিত এ হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেছেন, কমিউনিটি সেন্টারে ঢোকার পথটি নিচের দিকে ঢালু হওয়ায় পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটেছে। এখানে কোনও হাতাহাতি বা বিরোধের ঘটনা ঘটেনি। পুলিশের সদস্যসহ আয়োজকদের স্বেচ্ছাসেবকরাও সেখানে ছিল। এদিকে নিহত ১০ জনের মধ্যে ৬ জন হিন্দু সম্প্রদায়ের বলে নিশ্চিত করেছে তাদের পরিবার। অন্যদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।





আরো খবর