শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৫ | ০৯:২৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭ ০৯:১৪:২০ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

সিলিন্ডার বিস্ফোরণে স্বামীর পর স্ত্রীও না ফেরার দেশে

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এফএস কসমেটিকস লিমিটেড কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের আগুনে দগ্ধ স্বামী আব্দুর রহিমের (৩২) মৃত্যুর একদিন পর স্ত্রী নাজনীন বেগমও (২৬) প্রাণ হারালেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার ভোরে স্বামী রহিমের মৃত্যু হয়। রহিম কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কুয়ারচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এর আগে এ ঘটনার পর দিন গত বুধবার সকালে ঢামেকে দ্বগ্ধ শেফালী বেগমের মৃত্যু হয়। এ নিয়ে ওই কসমেটিক কারাখানার অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নাজনীন বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মারা যান। কালিয়াকৈর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার জামালপুর এলাকায় এফএস কসমেটিকস লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও জয়দেবপুর স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা রাতে আগুন নেভান। ওই আগুনে কারখানার ব্যবস্থাপক জাকির হোসেন (৩৮), নাজনীন বেগম (২৬), তার স্বামী আব্দুর রহিম (৩২), শেফালী বেগম (৩৬), শিল্পী রানী (২৮), লিটন মিয়া (৩৫) ও সুমন মিয়াসহ (৩০) অন্তত ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের মধ্যে অটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।





আরো খবর