বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল, ১৪৪৫ | ০৯:২৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭ ১২:৫০:০০ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

রংপুরে বিজয়ী হয়ে আমরা সার্বভৌমত্ব রক্ষা করবো: টুকু

রংপুর: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়ে আমরা সার্বভৌমত্ব রক্ষা করবো বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ টুকু। তিনি বলেছেন, শহীদ জিয়াউর রহমান যেমন কালুরঘাট বেতারকেন্দ্রে ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করে দেশ স্বাধীন করেছিলেন, ঠিক তেমনি রংপুর সিটি করপোরেশনে ধানের শীষ প্রতীকের বিজয়ের জন্য আমরা যুদ্ধ ঘোষণা করেছি। এ বিজয়ের ধারাবহিকতায় অন্যান্য সকল নির্বাচনে বিজয়ী হয়ে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো। শনিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে বিজয়ের শ্রদ্ধাঞ্জলি দেয়া শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই কথা বলেন। এসময় তার সাথে বাবলার পক্ষে প্রচারণায় আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ রংপুর জেলা, মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সুলতান মাহমুদ টুকু বলেন, ধানের শীষের বিজয় ছিনিয়ে নেয়ার জন্য মহাজোট নানামুখি ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্রকে রংপুরের মানুষ রুখে দেবে। আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ভোট। এখানে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। ১৯৩ টি ভোট কেন্দ্রের ১ হাজার ১২২টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোট।





আরো খবর