শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ০৯:৩৫ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭ ০৪:০৬:১৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

আমার মামলা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমার মামলা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিছুই হবে না। বিএনপিকে চাপে রাখতে সরকার মামলাকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। রোববার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে বিশেষ আদালতে চলা মামলা সম্পর্কে এ ধরনের মন্তব্য করেছেন। বৈঠক শেষে স্থায়ী কমিটির এক সদস্য এ কথা জানিয়েছেন। রাত ৯টায় গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে পৌনে ১১টায় শেষ হয়। বকশীবাজারের বিশেষ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল মামলা চলছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপ সমর্থন করে বক্তব্য প্রদান শেষ করেছেন খালেদা জিয়া। আগামী ১৯, ২০, ২১ ডিসেম্বর এ মামলার পরবর্তী তারিখ। জানা গেছে, বৈঠকে রংপুর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুয়ায়ী স্থায়ী কমিটির একজন সদস্যের নেতৃত্বে রংপুর সিটিতে প্রচারণায় যাবে বিএনপির একটি প্রতিনিধি দল। আর ঢাকা উত্তরে নির্বাচনের শিডিউল ঘোষণার পর প্রার্থী ঘোষণা করা হবে। বৈঠকে এসব ছাড়াও দেশের রাজনৈতিক পরিস্থিতি, জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্পের স্বীকৃতি প্রদানে উদ্বেগ ও প্রতিবাদ এবং সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।





আরো খবর