মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল, ১৪৪৫ | ০২:০৫ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১০ ডিসেম্বর ২০১৭ ০২:৩৮:০০ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

অর্থ পাচারের অভিযোগে এবি ব্যাংকের চেয়ারম্যানসহ ৪ জনকে দুদকের তলব

ঢাকা: অর্থ পাচারের অভিযোগে এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। ওয়াহিদুল ছাড়া তলব পাওয়া বাকিরা হলেন- ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান ও শামিম আহমেদ চৌধুরী এবং হেড অব ফাইন্যানসিয়াল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামাল। তাদের তলব ও তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য চেয়ে রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন চিঠি দেন বলে জানান সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি বলেন, সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠান সৃষ্টি করে অর্থ পাচার করেছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমানকে বুধবার এবং বাকিদের বৃহস্পতিবার তলব করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের সার্বিক দায়িত্বে রয়েছেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন; তাকে সহায়তা করবেন সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।





আরো খবর