শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ০১:২৯ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ০৬ ডিসেম্বর ২০১৭ ০২:৫৮:০৯ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

টেরিজা মে’ কে হত্যার চেষ্টায় ব্রিটিশ-বাংলাদেশি?

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে'কে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে নাইমুর জাকারিয়া রহমান নামে বাংলাদেশি বংশোদ্ভূত যুবককে আজ (বুধবার) লন্ডনের এক আদালতে হাজির করা হয়। উত্তর লন্ডনের বাসিন্দা ২০ বছরের এই যুবক লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে নিজেকে ব্রিটিশ-বাংলাদেশি বলে পরিচয় দেন। এই যুবকের বিরুদ্ধে অভিযোগ, সে প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রীটের নিরাপত্তা গেটে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঢুকে পড়ে ছুরি, পেপার স্প্রে এবং সুইসাইড ভেস্ট ব্যবহার করে প্রধানমন্ত্রী টেরিজা মেকে হত্যার ষড়যন্ত্র করেছিলো। জাকারিয়া রহমান অবশ্য আদালতে অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। আদালত তাকে পুলিশের হেফাজতে পাঠিয়ে দিয়েছে। আগামী ২০শে ডিসেম্বর তাকে আবারো উচ্চতর আদালতে হাজির করা হবে। লন্ডনে সন্ত্রাস-বিরোধী পুলিশ গতমাসে এই বাংলাদেশী বংশোদ্ভূত এই যুবককে গ্রেপ্তার করে। তবে আজ তার নাম পরিচয় প্রকাশ করা হলো। এই যুবকের বিরুদ্ধে আরো একটি সন্ত্রাসের অভিযোগ দায়ের করা হয়েছে - সে পাকিস্তানী বংশোদ্ভূত এক তরুণকে লিবিয়া কট্টর ইসলামপন্থীদের হয়ে যুদ্ধ করতে যেতে সহযোগিতা করছিলো। ঐ তরুণকেও একইসাথে আদালতে হাজির করা হয়। সূত্র:- বিবিসি





আরো খবর